দুইশ’র নীচে মৃত্যু, আক্রান্ত মানুষের সংখ্যা ১৪ লাখ ছাড়িয়েছে

ঢাকা: দেশে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ১৪ লাখ ছাড়িয়েছে। ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৪৬৫ জন। এ নিয়ে দেশে আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৫ হাজার ৩৩৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে, আজ মৃত্যুর সংখ্যা ২শ’র নিচে নেমে এসেছে। আজ মারা গেছেন ১৯৭ জন। মৃতদের মধ্যে পুরুষ ১০৮ ও নারী ৮৯ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৮১০ জনে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, মারা যাওয়া ১৯৭ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৮৮ জন, চট্টগ্রাম বিভাগের ৫৩ জন, রাজশাহী ও সিলেট বিভাগের ৮ জন করে, খুলনা বিভাগের ১৮ জন, বরিশাল বিভাগের ১১ জন, রংপুর বিভাগের ৯ জন এবং ময়মনসিংহ বিভাগের রয়েছেন ১২ জন।

করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১১ হাজার ৪৫৭ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ লাখ ৭৩ হাজার ৫২২ জন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »