বাংলাদেশের টি-২০ সিরিজ জয়ের আনন্দে পিরোজপুরে বিজয় মিছিল

পিরোজপুর প্রতিনিধি: অষ্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ সিরিজ জয়ের আনন্দে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে পিরোজপুরে বিজয় মিছিল করা হয়েছে।

বুধবার (১১ আগষ্ট) দুপুরে শহরের পোষ্ট অফিস রোড় থেকে পিরোজপুর ক্রিকেট একাডেমীর প্রতিষ্ঠাতা আজমল হুদা নিঝুমের নেতৃত্বে বিজয় মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানানো বিজয় মিছিলে জেলার ক্রিকেট খেলোয়ার, সমর্থক, শিক্ষার্থীসহ সকল স্তরের ক্রিড়া অনুরাগী মানুষের উৎসাহ ছিলো চোখে পড়ার মত। বিজয়ের আনন্দে শ্লোগানে শ্লোগানে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন তাহসান আহাম্মেদ শাহিল, সাইমুন শাকিব, আহাদুজ্জামান অমি, আবিদ, অনিক, আসিফ সহ আরো অনেকে।

পিরোজপুর ক্রিকেট একাডেমীর প্রতিষ্ঠাতা আজমল হুদা নিঝুম বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের যে কোন বিজয়ে আমরা পিরোজপুর ক্রিকেট প্রেমীরা বিজয় মিছিল করে থাকি। কিন্ত লকডাউন থাকার কারনে আমরা দেরিতে হলেও সবাই মিলে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছি।

লাহেল মাহমুদ/ইবিটাইমস/আরএন

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »