স্পোর্টস ডেস্ক: প্যারিস সেন্ট জার্মেইয়ের সঙ্গে (পিএসজি) চুক্তি স্বাক্ষর করার জন্য প্যারিসে পৌঁছেছেন বার্সেলোনাকে বিদায় জানানো আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি।
স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় ফ্রান্সের রাজধানীর উত্তর প্রান্তে অবস্থিত লে বর্গেট বিমান বন্দরে অবতরণ করেন। এ সময় বিমান বন্দরে জড়ো হয় শতশত মেসি অনুরাগী।
এ সময় সমর্থকদের উদ্দেশ্যে করে হাত নাড়াতে থাকেন মেসি। ধারনা করা করা হচ্ছে চুক্তি স্বাক্ষরের আগে ডাক্তারী পরীক্ষার মুখোমুখি হবেন মেসি।
এর আগে মেসির এজেন্ট হাসিবে দায়িত্ব পালনকারী তার বাবা হোর্হে নিশ্চিত করেছিলেন যে ফ্রান্সের উদ্দেশ্যে যাত্রা করার জন্য এল পার্চ বিমান বন্দরে গেছেন মেসি।
আগামীকাল বুধবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মেসির যোগদানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষনা করার সুচি নির্ধারন করেছে পিএসজি। ৩৪ বছর বয়সি ছয়বারের ব্যালন ডি’অর খেতাব জয়ী মেসি দুই বছরের চুক্তিপত্রে সই করবেন বলে ধারনা করা হচ্ছে। চুক্তির মেয়াদ আরো দুই বছর বাড়ানোর সুযোগ থাকবে।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ