আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে সোমবার আরো একটি প্রাদেশিক রাজধানী আইবাকের দখল নিয়েছে তালেবানরা। এ নিয়ে গেলো চারদিনে মোট ছয়টি প্রাদেশিক রাজধানী দখল করলো তারা।
এদিকে, দেশটিতে গেলো তিনদিনের সংঘর্ষে অন্তত ২৭ শিশু নিহত এবং ১৩৬ শিশু আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা, ইউনিসেফ।
সোমবার সকালে আফগান সংবাদমাধ্যমগুলোতে পাঠানো বার্তায় আইবাক নিয়ন্ত্রণে নেয়ার ঘোষণা দেয় তালেবানরা। এরআগে, রবিবার একদিনেই দেশটির উত্তরাঞ্চলের তিনটি প্রাদেশিক রাজধানী কুন্দুজ, সার-ই-পল ও তালোকুয়ানের দখলে নেয় তারা। সেদিন কুন্দুজে, সরকারি বাহিনীর সাথে তালেবানদের ব্যাপক সংঘর্ষে নিহত হয় শিশু-নারীসহ ১৪ নাগরিক। আহত হয় অন্তত ৩০ জন। তালেবানের দখলে নেয়া ছয়টি প্রাদেশিক রাজধানীর মধ্যে কুন্দুজ সবচেয়ে তাৎপর্যপূর্ণ। এছাড়া, আরো দু’টি প্রাদেশিক রাজধানী পুল-ই-খুমরি ও মাজার-ই-শরীফের নিয়ন্ত্রণ পেতে আফগান বাহিনীর সাথে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে তালেবানরা।
এদিকে, আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের প্রদেশ লস্কর-গাহে দু’পক্ষের সংঘর্ষে গেলো দুইদিনে অন্তত ২০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ধ্বংস হয়ে গেছে বহু শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতাল। সংঘর্ষ চলছে কান্দাহার ও হেরাত প্রদেশেও।
ডেস্ক/ইবিটাইমস/আরএন