মুন্সিগঞ্জ প্রতিনিধি: আবারো পদ্মা সেতুর পিলারে ধাক্কা দিয়েছে ফেরি। এবার ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর পদ্মা সেতুর দশ নম্বর পিলারে ধাক্কা দেয়।
সোমবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে এ দুর্ঘটনা ঘটে।
বিআইডব্লিউটিসির ম্যানেজার শাফায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’ নামের ফেরিটি বাংলাবাজার থেকে শিমুলিয়ার দিকে যাচ্ছিল। হঠাৎ একটি ইঞ্জিনচালিত ট্রলার সামনে এসে পড়ে ফেরিটির। সে সময় নদীতে প্রবল স্রোত থাকায় পিলারের সাথে ধাক্কা লাগে।
এর আগে ২৩ জুলাই পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারে আঘাত হানে ‘শাহজালাল’ নামের একটি রো রো ফেরি। এতে ফেরিটির অন্তত ২০ জন যাত্রী আহত হন। এ ঘটনা পর ফেরির ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে বরখাস্ত করে কর্তৃপক্ষ।
মুন্সিগঞ্জ/ইবিটাইমস/আরএন