ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মাত্রাতিরিক্ত আমলা নির্ভরতায় সরকার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে ব্যর্থ হয়েছে।
সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা ফজলুর রহমান পটলের পঞ্চম মৃত্যুবার্ষিকী এবং করোনাকালীন চিকিৎসা সহায়তা কেন্দ্রের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত ওয়েবিনারে তিনি একথা বলেন।
রাজনীতিতে দু:সময় চলছে উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্রহীনতার মধ্যে কর্তৃত্ববাদী রাজনীতির জাঁতাকলে পড়ে গেছে দেশ। করোনার ভয়াবহ ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের কবলে দেশের মানুষ। এ বিষয়ে সরকারকে বারবার বলার পরও তারা কর্ণপাত করেনি।
মির্জা ফখরুল বলেন, সরকারকে পরামর্শ দিয়েছিলেন দল-মতের উর্ধ্বে উঠে সবাইকে নিয়ে করোনার বিরুদ্ধে কাজ করার জন্য। আজকে সরকার মানুষকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে, অর্থনীতিকেও সচল রাখতে পারেনি। প্রায় দুই কোটি মানুষ নতুন করে দারিদ্রসীমার নিচে চলে গেছে।
ঢাকা/ইবিটাইমস/আরএন