লাহেল মাহমুদ, পিরোজপুর: মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন বঙ্গবন্ধুর দেশসেবা ও রাজনীতির প্রেরনার উৎস। তিনি বঙ্গবন্ধুকে সকল সময় দেশের মানুষের ও দেশের স্বার্থে রাজনীতি করতে হবে এমন প্রেরনা ও উৎসাহ যোগাতেন।
রবিবার (০৮ আগষ্ট) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসকের উদ্যোগে অনুষ্ঠিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বেগম মুজিব কখনো ভাবতেন না রাজনীতি থেকে কিছু পেতে হবে বা নিতে হবে। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনে যতবার জেলে গেছেন সব সময়ই তিনি বঙ্গবন্ধুকে সাহস যুগিয়েছেন। আগরতলা য়ড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুকে পাকিস্তান শাসক প্যারোলে মুক্তি দিতে চাইলেও বঙ্গমাতা সে দিন জাতির পিতাকে তা নিতে নিষেধ করেছেন। একজন আদর্শ নারী হিসাবে তিনি বঙ্গবন্ধুকে প্রানের থেকেও বেশী ভালো বাসতেন। তিনি একজন আদর্শ ও মহিয়সী নারী ছিলেন।
মন্ত্রী বলেন, আমাদের নতুন প্রজন্মের সন্তানদের বিশেষ করে কন্যাদের তার পতিভক্তি, দেশপ্রেম ও আদর্শ শিক্ষা দিতে হবে। এ সময় তিনি আরো বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার সাহস, ধৈর্য্য ও সমযোপযোগী পদক্ষেপের কারনে বঙ্গবন্ধু তার লক্ষ্যে পৌঁছে দেশ স্বাধীনতার সংগ্রামে নেতৃত্ব দিতে পেরেছেন।
অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরি রওশন ইসলামের সভাপতিত্বে আলোচনায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সাইদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার প্রমুখ।
পিরোজপুর/ইবিটাইমস/আরএন