আন্তর্জাতিক ডেস্ক: রোবরার আফগানিস্তানের প্রধান প্রাদেশিক রাজধানী কুন্দুজ দখল করেছে বলে দাবি করেছে তালেবানরা। এদিকে দেশটির উত্তরের প্রাদেশিক রাজধানী শার-ই-পুলের কেন্দ্রেস্থলে সরকারি বাহিনীর সঙ্গে তালেবানদের তীব্র লড়াই চলছে।
সংবাদ সংস্থা এএফপি’র সংবাদদাতা জানান, তালেবানরা কুন্দুজ দখল করেছে এবং শহরের সব গুরুত্বপূর্ণ স্থাপনার নিয়ন্ত্রণ নিয়েছে।
এদিকে শার-ই-পুলের একজন আইন প্রণেতা এএফপিকে বলেছেন, তালেবানরা শহরের কেন্দ্রস্থলে প্রবেশ করেছে এবং রাস্তায় রাস্তায় লড়াই চলছে।
কর্মকর্তা ও বাসিন্দারা জানিয়েছেন, “শহরের বিভিন্ন জায়গায় রাস্তায় রাস্তায় তীব্র লড়াই চলছে। কুন্দুজ প্রাদেশিক কাউন্সিলের সদস্য আমরউদ্দিন ওয়ালি এএফপিকে বলেন,নিরাপত্তা বাহিনীর কিছু সদস্য বিমান বন্দরের দিকে পিছু হটেছে।
তালেবানরা শুক্রবার থেকে দুটি প্রাদেশিক রাজধানী দখল করেছে, বিদেশী বাহিনী তাদের প্রত্যাহারের চূড়ান্ত পর্যায় শুরু করায় মে মাসে তালেবানদের আক্রমণ শুরু করার পর থেকে উত্তরাঞ্চলীয় কুন্দুজ দখল হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা।
শুক্রবার তালেবানরা দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নিমরোজ প্রদেশের রাজধানী জারাঞ্জ দখল করে এবং একদিন পরে জওজান প্রদেশের শেবেরগান দখল করে।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ