আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি বিমান হামলার জবাবে দেশটির সামারিক বাহিনীকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে হিজবুল্লাহ মিলিশিয়ারা। এতে ইসরায়েল থেকেও দক্ষিণ লেবাননে পাল্টা গোলা নিক্ষেপ করা হয়েছে।
ইরানের সঙ্গে আঞ্চলিক উত্তেজনার মধ্যেই এ নিয়ে গত তিন দিন ধরে দুই পক্ষের মধ্যে গোলাবিনিময়ের ঘটনা ঘটছে।
শুক্রবার এক বিবৃতিতে হিজবুল্লাহ বলছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে দেশটির সামরিক বাহিনীর অবস্থানের সামনে এক ডজনেরও বেশি রকেট হামলা করা হয়েছে
এদিকে, ইসরায়েল বলছে, তারা যুদ্ধের দিকে ধাবিত হতে চাচ্ছে না। যদিও তারা সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত।
ইসরায়েলি বিমান হামলাকে ‘আগ্রাসী অভিপ্রায়’ হিসেবে আখ্যায়িত করেছে লেবাননের প্রেসিডেন্ট মাইকেল আউন। তিনি বলেন, দক্ষিণ লেবাননের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য এই হামলা সরাসরি হুমকি। এর মধ্য দিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন হয়েছে।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ