স্পোর্টস ডেস্ক: প্রথমবার দেয়া হলো ‘শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার’। পাঁচ আগস্ট বঙ্গবন্ধু পুত্র শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সফল ক্রীড়াবিদ, প্রতিভাবান খেলোয়াড়সহ সাতটি ক্যাটাগরিতে দেয়া হয় এই পুরস্কার।
বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালের জন্মবার্ষিকিতে তার নামে প্রথমবারের মতো পুরস্কার দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। সাতটি ক্ষেত্রে পুরস্কার দেয়া হয় ১০জন ক্রীড়া ব্যক্তিত্ব ও দু’টি প্রতিষ্ঠানকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল অংশগ্রহণে শেখ কামালের বন্ধু ও বাংলাদেশের ফুটবলে কিংবদন্তি কাজী সালাউদ্দিনকে দেয়া হয় আজীবন সম্মাননা।
দেশের কৃতি আরচ্যার অলিম্পিয়ান রোমান সানা, এস এ গেমসে স্বর্ণজয়ী ভারোত্তলক মাবিয়া আক্তার সিমান্ত ও সাঁতারু মাহফুজা খাতুন শিলা ক্রীড়াবিদ বিভাগে পুরস্কার পান। উদিয়মান খেলোয়াড় হিসেবে অনুর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর আলী, দাবায় ক্ষুদে ফিদে মাষ্টার ফাহাদ রহমান ও অনুর্ধ্ব-১৭ ফুটবলার উন্নতি খাতুন পেয়েছেন সম্মাননা। বর্ষীয়ান ক্রীড়া সাংবাদিক মুহম্মদ কামরুজ্জামান।
সফল ফেডারেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও পৃষ্ঠপোষক হিসেবে ওয়ালটন ছাড়াও ক্রীড়া সংগঠকে মঞ্জুর কাদের ও কে শৈলকে দেয়া হয় পুরস্কার।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ