স্পোর্টস ডেস্কঃ ২৯,৬৫০ দর্শকের উপস্থিতিতে সালজবুর্গের বুলেন এরিনায় শেষ মিনিটের গোলে অস্ট্রিয়ান চ্যাম্পিয়ন সালজবুর্গ জয়লাভ করে।
গতকাল সন্ধ্যায় অস্ট্রিয়ার সালজবুর্গ রাজ্যের বুলেন এরিনা স্টেডিয়ামে এক আন্তর্জাতিক ফুটবল টেস্ট ম্যাচে অস্ট্রিয়ান লীগ চ্যাম্পিয়ন সালজবুর্গের কাছে স্পেনের টপ ফুটবল ক্লাব বার্সেলোনা ২-১ গোলে পরাজিত হয়েছে। অস্ট্রিয়ার সংবাদ মাধ্যম জানিয়েছেন সালজবুর্গ গতকাল অত্যন্ত শক্তিমত্তার পরিচয় দেখিয়েছে।
অস্ট্রিয়ার সংবাদ মাধ্যম জানিয়েছেন অস্ট্রিয়ান চ্যাম্পিয়ন রেড বুল সালজবুর্গ তাদের ঘোষিত ফুটবল উৎসব উদযাপন করেছে এফসি বার্সেলোনার বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে। অস্ট্রিয়ার সিরিজ চ্যাম্পিয়নরা খেলার প্রথমার্ধের ৪৩ মিনিটে লুকা সুসিকের দর্শনীয় গোলে ১-০ গোলে এগিয়ে যায়। রেড বুল সালজবুর্গ ১-০ গোলের জয় নিয়েই বিরতিতে যায়।
অবশ্য খেলার দ্বিতীয়ার্ধে বার্সেলোনা গোল পরিশোধ করার জন্য মরিয়া হয়ে উঠে। অবশেষে খেলার ৮৩ মিনিটের মাথায় বার্সেলোনার মার্টিন ব্রেথওয়েট গোল করে খেলায় সমতা নিয়ে আসেন। সবাই যখন ধরেই নিয়েছিলেন যে,এই টেস্ট ম্যাচটি ১-১ গোলে অমীমাংসিত ভাবেই শেষ হচ্ছে। তখনই খেলার ৯০ মিনিটের মাথায় অস্ট্রিয়ান চ্যাম্পিয়ন সালজবুর্গের ব্রেনডেন আরনসন গোল করে বার্সেলোনার বিরুদ্ধে জয় নিশ্চিত করেন। অবশ্য বার্সেলোনা দলের সাথে সুপারস্টার লিওনেল মেসি আসেন নি ।
কবির আহমেদ /ইবিটাইমস