সেপ্টেম্বর মাস থেকে অস্ট্রিয়ায় করোনার বুস্টার ডোজ

ভিয়েনা প্রতিনিধি: অস্ট্রিয়ান সরকার আগামী শরতে অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকেই করোনার তৃতীয় ডোজ প্রদানের পরিকল্পনা করছে। অস্ট্রিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন নেটওয়ার্ক ORF এর সংবাদ বিষয়ক বিভাগ Zeit im Bild (ZIB) এ তথ্য জানিয়েছে।

সংবাদে বলা হয়েছে, অস্ট্রিয়ান সরকার আসন্ন শরতের শুরুতেই দেশের বয়স্ক মানুষদের নার্সিংহোমে করোনা ভাইরাসের প্রতিষেধক টিকার তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ শুরু করতে চাচ্ছেন।

এখানে উল্লেখ্য যে,অস্ট্রিয়ায় গত বছরের ২৭ ডিসেম্বর থেকে করোনা ভাইরাসের প্রতিষেধক টিকাদান কার্যক্রমের শুরুতেই বয়স্কদের প্রথমে টিকা দেয়া হয়। ফলে অস্ট্রিয়ায় করোনা মহামারীর সময়ে বয়স্কদের সংক্রমণ হার ছিল কম।

ZIB আরও জানিয়েছে ইতিমধ্যেই অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয় দেশে করোনার তৃতীয় ডোজ প্রদানের প্রস্তুতি শুরু করেছে এবং আশা করছে অনুমোদন পেলে আগামী সেপ্টেম্বর মাসেই শুরু করতে পারবে।

এদিকে অস্ট্রিয়ান সংবাদ সংস্থা অস্ট্রিয়ার স্বাস্থ্য ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সূত্র থেকে জানিয়েছেন অবকাশ যাপন শেষে যারা অস্ট্রিয়ায় ফেরত আসছেন তাদের অনেকের মধ্যেই করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হচ্ছে। গত প্রায় দুই সপ্তাহে ক্রোয়েশিয়া থেকে ফেরত ৩২৮ জনের শরীরে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। তাছাড়াও অন্যান্য দেশের মধ্যে স্পেন ফেরত ২৮৮ জন, গ্রীস ফেরত ৭৬ জন, ইতালি ফেরত ৬৮ জন, নেদারল্যান্ডস ফেরত ৫০ জন, তুরস্ক ফেরত ৪৩ জন, মাস্টার ফেরত ৪১ জন, জার্মানি ফেরত ৪০ জন, ইসরাইল ফেরত ১৬ জন এবং চেক প্রজাতন্ত্র ফেরত ১৬ জন ছাড়াও পূর্ব ইউরোপ ও বলকান ফেরত অনেকের মাঝেই করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।

তবে বাংলাদেশ বা এশিয়া থেকে আগত কারও শরীরে এখনও করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ শনাক্তের খবর পাওয়া যায়নি।

আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৩৯০ জন এবং করোনায় মৃত্যুবরণ করেছেন ৩ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে সংক্রমিত শনাক্ত হয়েছেন ৭৯ জন। অন্যান্য রাজ্যের মধ্যে OÖ রাজ্যে ৬৯ জন,NÖ রাজ্যে ৫৪ জন,Steiermark রাজ্যে ৫১ জন, Tirol রাজ্যে ৪৫ জন, Vorarlberg রাজ্যে ৩৩ জন, Salzburg রাজ্যে ২৮ জন, Burgenland রাজ্যে ১৬ জন এবং Kärnten রাজ্যে ১৫ জন নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,৬০,২৬২ জন এবং মৃত্যুবরণ করেছেন ১০,৭৪২ জন। করোনার থেকে এই পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৬,৪৪,০৩৮ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৫,৪৮২ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৩৩ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৩০ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আজ দেশে করোনার প্রতিষেধক টিকাদান সম্পন্ন করা হয়েছে ২৫,০৬৬ ডোজ এবং এই পর্যন্ত টিকাদানের পরিমাণ ৯৭,৪৭,৭২৭ ডোজ। অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনার প্রতিষেধক টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণ করেছেন মোট ৪৬ লাখ ৪৪ হাজার ৭৬২ জন, যা দেশের মোট জনসংখ্যার শতকরা ৫২,১ শতাংশ।

কবির আহমেদ /ইবিটাইমস/আরএন

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »