ঢাকাঃ নতুন মুদ্রানীতি করোনায় বিপর্যস্ত অর্থঢাকাঃ নতুন মুদ্রানীতি করোনায় বিপর্যস্ত অর্থনীতির চাহিদা মেটাতে সহায়ক নয় বলে জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান-সিপিডি। বেসরকারি খাতের ঋণ প্রবাহ দ্বিগুণ করার টার্গেট বাস্তবায়ন নিয়েও সন্দিহান প্রতিষ্ঠানটি।
মুদ্রানীতি নিয়ে অনলাইন প্রতিক্রিয়ায় এ বিশ্লেষণ তুলে ধরে সিপিডি। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন জানান, প্রতি বছর প্রবৃদ্ধি বাড়লেও সে তুলনায় পর্যাপ্ত নয় বেসরকারি খাতের ঋণপ্রবাহ। মহামারির মধ্যে সাত দশমিক দুই শতাংশ প্রবৃদ্ধির টার্গেট উচ্চাভিলাষী। রেমিট্যান্স ছাড়া কোনো সূচকই যখন গতি পাচ্ছে না তখন অর্থনীতি কিভাবে পূর্ণচক্রে ফিরবে এ নিয়ে প্রশ্ন তোলেন গবেষকরা। সিপিডির ফেলো প্রফেসর মোস্তাফিজুর রহমান জানান, প্রণোদনার টাকা ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান তেমন পায়নি। বরং সেই অর্থ শেয়ারবাজারে যাওয়ার অভিযোগ তার। প্রণোদনার অর্থ ছাড় এবং ফেরতে স্বচ্ছতা-জবাবদিহিতা প্রতিষ্ঠার ওপর জোর দেন গবেষকরা। সরকারি লক্ষ্য বাস্তবায়ন এবং মুদ্রানীতি কার্যকরে সামষ্টিক চাহিদা বৃদ্ধি এবং টিকাদান কার্যক্রম জোরদারের পরামর্শ দেয় সিপিডি।
ঢাকা/ইবিটাইমস/এমএইচ