আন্তর্জাতিক ডেস্ক: ডেল্টা ধরণের করোনা সংক্রমণ বেড়ে যাওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র লকডাউনে ফিরে যাবে না। দেশটির শীর্ষ বিজ্ঞানী এন্থনি ফাউচি রোববার এ কথা বলেছেন।
সংক্রমণ রোগ বিশেষজ্ঞ ফাউচি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা। তিনি বলেছেন, যথেষ্ট লোককে টিকা দেয়ায় তীব্র সংক্রমণের পুনরাবৃত্তি এবার হবে না।
ডেল্টার সংক্রমণ বাড়ায় চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র কিছু বিধি-নিষেধ আরোপ করতে যাচ্ছে বলেছেন প্রেপিডেন্ট বাইডেন। তবে ফাউচি বলছেন, আমি মনে করছি না যে আমরা আবারও লকডাউনে যাচ্ছি।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র তাদের পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করে বলেছে, টিকার পুরো ডোজ গ্রহণ করলেও উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় ইনডোরেও মাস্ক পরতে হবে।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ