অস্ট্রিয়ার সরকার প্রধান চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ অসুস্থ

প্রায় এক সপ্তাহের উপর হতে চললো অস্ট্রিয়ার সরকার প্রধান চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ অসুস্থ। তবে তার করোনার পরীক্ষা নেগেটিভ

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার জনপ্রিয় টেলিভিশন সম্প্রচার কেন্দ্র “Puls 4” আজ জানিয়েছেন তাদের সাথে সরকার প্রধান চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জের নির্ধারিত গ্রীষ্মের আলোচনা অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। কেননা সরকার প্রধানের কার্যালয় থেকে চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জের অব্যাহত অসুস্থতার কথা বলা হয়েছে।

অস্ট্রিয়া সংবাদ মাধ্যমে বলা হয়েছে,সরকার প্রধান চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ ও টেলিভিশন চ্যানেল Plus 4 এর সাথে আগামীকাল সোমবার ২ আগস্ট অস্ট্রিয়ার Niederösterreich (NÖ) রাজ্যের ভাইনফিয়ার্টেল জেলার পুলকাউতে এক গ্রীষ্মকালীন আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সরকার প্রধান চ্যান্সেলর সম্ভবত সিজোনাল ফ্লুতে আক্রান্ত হওয়ায় তার আসন্ন সপ্তাহেরও সকল সাক্ষাৎকার সিঠিউল বাতিল করা হয়েছে।

অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছেন গত সপ্তাহের প্রথম দিকে চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ অসুস্থ থাকায় Salzburg রাজ্যে ইউরোপীয় ইউনিয়নের(ইইউ) সভাপতি উরসুলা ভন ডার লেইনের সঙ্গে একটি বৈঠক বাতিল করতে হয়েছিল। তবে সরকার প্রধানের কার্যালয়ের চ্যান্সেলরি অফিস জানিয়েছেন আগামী বুধবার NÖ রাজ্যের Schloss Reichenau an der Rax এ অস্ট্রিয়ার মন্ত্রিপরিষদের গ্রীষ্মকালীন একটি বিশেষ অধিবেশনে যোগ দেয়ার আশা পোষণ করছেন।

আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৪৫২ জন এবং ১ জন মৃত্যুবরণ করেছেন।রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১২৬ জন। অন্যান্য রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ৭৬ জন, Steiermark রাজ্যে ৫২ জন, Tirol রাজ্যে ৪৬ জন, Salzburg রাজ্যে ৪৪ জন, OÖ রাজ্যে ৩৭ জন, Kärnten রাজ্যে ৩১ জন, Vorarlberg রাজ্যে ২৫ জন এবং Burgenland রাজ্যে ১৫ জন নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ দেশে করোনার প্রতিষেধক টিকাদান করা হয়েছে ৩৪,২২৫ ডোজ। অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনার প্রতিষেধক টিকাদান সম্পন্ন করা হয়েছে ৯৬,৯৩,৩৩০ ডোজ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনার প্রতিষেধক টিকার সম্পূর্ণ করেছেন ৪৫,৯৭,২১০ জন,যা দেশের মোট জনসংখ্যার শতকরা ৫১,৬ শতাংশ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,৫৯,৫০৮ জন এবং মৃত্যুবরণ করেছেন ৬,৪৩,৩৮৭ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন ৬,৪৩,৩৮৭ জন। বর্তমানে অস্ট্রিয়ায় করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৫,৩৮৩ জন। এর মধ্যে ক্রিটিক্যাল অবস্থায় আইসিইউতে আছেন ২৯ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১২১ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ/ ইবিটাইমস

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »