২০ বছর পর পিরোজপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষনা

লাহেল মাহমুদ, পিরোজপুর: ২০ বছর পর পিরোজপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৩১মে) আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারন সম্পাদক আফজালুর রহমান বাবু’র যৌথ স্বাক্ষরিত একটি কমিটি ঘোষনা করা হয়।

রাসেল পারভেজ রাজাকে সভাপতি ও সুমন শিকদারকে সাধারন সম্পাদক করে ৩৬ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির সহসভাপতি হিসাবে লুবনা আহমেদ, মোস্তাফিজুর রহমান সোহাগ, সৈয়দ এমরান আহমেদ, রফিকুল ইসলাম মাসুদ, মৃনাল কান্তি দত্ত, হিমাদ্রী শেখর মন্ডল, কামাল খান,মো. শহিদুল ইসলাম মিন্টু, সোহেল লস্কর, দোলা গুহ, শাহরিয়ার ফেরদৌস রুনা এবং যুগ্ম সাধারন সম্পাদক হিসাবে জসীম হাওলাদার রায়হান, মো. রাসেল সিকদার, আমিনুল ইসলামকে নির্বাচিত করা হয়েছে। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসাবে শুভদ্বীপ শিকদার শুভ, আজমল হুদা নিঝুম, মান্নান সাইফুলকে দায়িত্ব দেয়া হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- প্রচার সম্পাদক শওকত খান, দপ্তর সম্পাদক শাকিল শিকদার অপু, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট দিপংকর হালদার দিপু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট অনুপ সিকদার (অরুপ), স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার সিদ্ধার্থ দেব মজুমদার, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক শাহজাদা রায়হান (রুবেল), সমাজকল্যান সম্পাদক অমিত বিশ্বাস, ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক সাকিবুল হক মামুন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. জুবায়ের মিন, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইসমত আরা রিমু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অহিদুজ্জামান চৌধুরী বাবুল, মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. মামুন হোসেন খন্দকার, গনযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক মো. হাসিবুল ইসলাম হাসান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. তারেক হাসান, প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক নুরুন নাহার শিল্পী, উপ-গ্রন্থণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাসিবুল হাসান, সদস্য আতিকুল ইসলাম হিরা’র নাম ঘোষনা করা হয়েছে।

আগামী ৩ বছরের জন্য এ কমিটির দায়িত্ব পালন করবে বরেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। এর আগে সবশেষ ২০০১ সালে পিরোজপুর জেলা কমিটি ঘোষনা করা হয়েছিলো।

পিরোজপুর/ইবিটাইমস/আরএন

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »