পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে নিখোঁজের ৩ দিন পর মো. ফারজিন খান (১২) নামের এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩১ জুলাই) তার মরদেহ উদ্ধার করা হয়। সে খুলনা জেলার লবনচারা উপজেলার জিন্নাপাড়া গ্রামের হাফিজ খানের ছেলে ও খুলনা শিপইয়ার্ড হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার সদর উপজেলার দূর্গাপুর এলাকার কালিগঙ্গা নদীর কৈবত্তখালী এলাকায় শনিবার (৩১ জুলাই) সকালে স্থানীয়রা ছাত্রের মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
পিরোজপুর সদর থানার অফিসার ইন চর্জা (ওসি) আ.জ.ম বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি গত বৃহস্পতিবার (২৯ জুলাই) কলাখালী ইউনিয়নের টোনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হাওয়া মাদ্রাসা ছাত্র ফারজিন খানের। তার পরিবার মরদেহ শনাক্ত করেছে।
এদিকে, জেলার ভান্ডারিয়া উপজেলায় নজরুল ইসলাম নামের মানসিক ভারসম্যহীন এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১জুলাই) বিকালে স্থানীয় পোনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার ধাওয়া ইউনিয়নের পূর্ব ধাওয়া গ্রামের মোশারেফ হোসেন সরদারের ছেলে।
লাহেল মাহমুদ/ইবিটাইমস/আরএন