আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনাভাইরাসের কারণে ১৭ মাস বন্ধ থাকার পর সৌদি আরব শুক্রবার ঘোষণা দিয়েছে, টিকার ডোজ সম্পন্ন করেছে এমন বিদেশী পর্যটকদের জন্য তাদের সীমান্ত পুনরায় খুলে দেয়া হবে। তবে যে কেউ যে কোন সময় ওমরায় যেতে পারেন। যা প্রতি বছর সারা বিশ্ব থেকে লাখ লাখ মুসলিমকে আকৃষ্ট করে।
‘পর্যটন মন্ত্রণালয় ঘোষণা করেছে সৌদি আরব পর্যটকদের জন্য তাদের দ্বার খুলে দেবে, এবং পর্যটক ভিসাধারীদের স্থগিত প্রবেশাধিকার ১ আগস্ট থেকে প্রত্যাহার করে নেবে।’ সৌদি প্রেস এজেন্সি এ কথা জানিয়েছে।
মন্ত্রনালয় জানায়, সৌদি সরকার অনুমোদিত ফাইজার, অ্যাস্ট্রোজেনেকা, মডার্না, জনসনের ভ্যাকসিন গ্রহনকারীরা ‘প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ছাড়াই’ সৌদিতে প্রবেশ করতে পারবে। তবে পূর্ববর্তী ৭২ ঘন্টার মধ্যে তাদের পিসিআর কভিড-১৯ টেস্টে করোনা নেগেটিভ প্রমাণ থাকতে হবে।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ