লাহেল মাহমুদ, পিরোজপুর: পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোহাম্মাদ সাজ্জাদ হোসেন করোনা আক্রান্ত হয়েছে। শুক্রবার (৩০জুলাই) দুপুরে তিনি তার ফেসবুক আইডিতে ষ্ট্যাটাসের দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে লিখেছেন- ‘অবশেষে! শতাব্দীর মহামারী করোনায় আক্রান্ত হলাম। হোম আইসোলেশনে আছি। তবে
ডিজিটাল মাধ্যমে পিরোজপুরবাসীর সেবায় সর্বদা নিয়োজিত থাকব। মহান আল্লাহপাকের অশেষ রহমতে সুস্থ আছি। সবাই দোয়া করবেন’।
তিনি অন্য একটি ষ্ট্যাটাসের মাধ্যমে লিখেছেন ‘দু:খিত!অনেকেই ফোন করছেন, সবগুলো ফোন রিসিভ করা সম্ভব হচ্ছে না। প্রয়োজনে মেসেজ দিতে পারেন’।
সিভিল সার্জন ডা. মো. হাসানাত ইউসুফ ঝাকি জানান, শুক্রবার (৩০জুলাই) সকালে তিনি সর্দি ও জ্বর অনুভব করলে জেলা হাসপাতালে নমুনা পরীক্ষা করানো হয়। এতে তার করোনা পজেটিভ পাওয়া যায়। তবে তিনি সুস্থ আছেন।
এদিকে জেলা প্রশাসকের করোনা আক্রান্তে জেলার বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে বলে জানান জেলা ইমাম সমিতির সাধারন সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম সবুজ।
পিরোজপুর জেলা উদিচীর সাধারন সম্পাদক মো. খালিদ আবু জানান, একজন মানবিক জেলা প্রশাসক হিসাবে তিনি করোনাকালে ভয় উপেক্ষা করে পিরোজপুর জেলার মানুষের কাছে সেবা পৌঁছে দিয়েছেন। সবাই তার দ্রুত আরোগ্য কামনা করছি।
পিরোজপুর/ইবিটাইমস/আরএন