ঢাকা: দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় ২১২ জনের মৃত্যু হয়েছে। আজ মৃতদের মধ্যে পুরুষ ১১৯ ও নারী ৯৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৪৬৭ জনে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় ৪৫ হাজার ৪৪ জনের নমুনা পরীক্ষায় ১৩ হাজার ৮৬২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত মোট ৭৭ লাখ ৯ হাজার ৯১৪ জনের নমুনা পরীক্ষায় ১২ লাখ ৪০ হাজার ১১৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯৭৫ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ লাখ ৬৪ হাজার ১৯৫ জন।
ঢাকা/ইবিটাইমস/এমএইচ