শেখ ইমন, ঝিনাইদহ: ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় মারা গেছে ৫ জন। এছাড়াও নতুন করে জেলায় আক্রান্ত হয়েছে ৭০ জন।
সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, বুধবার সকাল থেকে আজ সকাল পর্যন্ত সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা পজেটিভ নিয়ে ৫ জন মারা গেছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ১৯৪ জনে।
এছাড়াও নতুন করে ২৪০ জনের নমুনা পরীক্ষা করে ৭০ জনের করোনা পজেটিভ এসেছে। আক্রান্তের হার ২৯ দশমিক ৪ ভাগ।
এদিকে, ঝিনাইদহে চলমান কঠোর লকডাউনে মানা হচ্ছে না কোন নির্দেশনা। আইন অমান্য করে বিনা কারণে নানা অজুহাতে বের হচ্ছে মানুষ। সড়কেও বেড়েছে ছোট ছোট যানচলাচল ও লোকসমাগম। বৃহস্পতিবার শহরের বিভিন্ন সড়ক ও গলিতে অন্যান্য দিনের তুলনায় বেড়েছে মানুষের উপস্থিতি। পাশাপাশি খোলা হচ্ছে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান।
ঝিনাইদহ/ইবিটাইমস/আরএন