সৌদি আরবকে হারিয়ে নকআউট পর্বে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: রিচার্লিসনের জোড়া গোলে সৌদি আরবকে উড়িয়ে নকআউট পর্বে উঠেছে ব্রাজিল।

বুধবার টোকিও অলিম্পিকে সৌদি আরবকে ৩-১ গোলে হারিয়েছে ব্রাজিল। রিচার্লিসনের সঙ্গে গোলের দেখা পেয়েছেন ম্যাথিউস কুনিয়ার। আর সৌদি আরবের হয়ে একমাত্র গোলটি করেন আবন্দুলেলা আলামারি।

ম্যাচের ১৪ মিনিটে কুনিয়ার গোলে এগিয়ে যায় ব্রাজিল। এরপর সৌদি আরবকে সমতায় ফেরান আলামারি।

যদিও শেষ পর্যন্ত কোনো অঘটন হয়নি। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে ব্রাজিলকে জয় এনে দেন এভারটনের উইঙ্গার রিচার্লিসন। বিরতির পর ৭৬ মিনিটে দলকে এগিয়ে নেন রিচার্লিসন। আর ইনজুরি সময়ে আরেকবার বল জালে পাঠিয়ে স্কোরলাইন ৩-১ করেন।

একই গ্রুপের আরেক ম্যাচে আইভোরি কোস্টের সঙ্গে ড্র করেছে জার্মানি। বেঞ্জামিন হেনরিকসের আত্মঘাতী গোলে দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়ে জার্মানি। এরপর শেষ দিকে মিডফিল্ডার এডুয়ার্ড লোয়েনের গোলে সমতায় ফিরলেও জেতা হয়নি জার্মানির। ড্র করে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় জার্মানি। বিদায় নিয়েছে সৌদি আরবও। নিজেদের প্রথম দুটি ম্যাচেই হেরেছে তারা।

এদিকে স্পেনের সাথে ১-১ গোলে ড্র করে বিদায় নিয়েছে আর্জেন্টিনাও।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »