শেখ ইমন, ঝিনাইদহ: ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় মারা গেছে ৫ জন। এছাড়াও নতুন করে জেলায় আক্রান্ত হয়েছে ৭৬ জন। সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, গতকাল সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা পজেটিভ নিয়ে ৪ ও উপসর্গ নিয়ে ১ জন মারা গেছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ১৯০ জনে। এছাড়াও নতুন করে ২৪৯ জনের নমুনা পরীক্ষা করে ৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় আক্রান্তের হার ৩০ দশমিক ০৫ ভাগ।
এদিকে, ঝিনাইদহে করোনার টিকা গ্রহণে কেন্দ্রগুলোতে বেড়েছে ভীড়। বুধবার সকাল থেকেই জেলা সদর হাসপাতালে ভীড় বাড়তে থাকে। লাইনে দাড়িয়ে কেন্দ্রগুলো থেকে টিকা গ্রহণ করেছেন নানা বয়সী মানুষ। সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, ২য় দফায় জেলায় ৬০ হাজার ৪’শ ডোজ টিকা এসেছে। বুধবার পর্যন্ত ২৬ হাজার ৮’শ ৬৪ ডোজ টিকা প্রদান করা হয়েছে। প্রতিদিন আড়াই হাজার ব্যক্তিকে টিকা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
ঝিনাইদ/ইবিটাইমস/আরএন