পটুয়াখালী প্রতিনিধিঃ সরকার ঘোষিত কঠোর লকডাউনের মধ্যেও মাইক্রোবাসে দশমিনা থেকে ঢাকায় যাত্রী পরিবহনে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয়া হয়েছে। এমন অভিযোগে একটি মাইক্রাবাসসহ তিন জনকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড প্রদান করা হয়েছে।
রোববার রাত সাড়ে ১০টায় দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের সরকারি আবদুর রসিদ তালুকদার ডিগ্রি কলেজের সামনে থেকে মাইক্রোবাসের ড্রাইভার মো. সুমন ও তার দুই সহযোগী মো. রহিম এবং শরিফ খানকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমিন সাত দিন করে কারাদন্ড প্রদান করেন। এ সময় ৩০ হাজার টাকা জরিমানা এবং মাইক্রোবাসটি জব্দ করা হয়।
দশমিনা থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন জানান, ঢাকা মেট্রো চ- ১৯-০৫১৯ ব্লু রং এর একটি মাইক্রোবাস রাতের আধারে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী পরিবহন করছে এমন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে অভিযান চালিয়ে চালক সহ তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত তাদের কারাদন্ড প্রদান করে।
লকডাউন কার্যকর করতে দিনে এবং রাতে উপজেলার সকল প্রবেশ পথে পুলিশের টহল এবং চেকপোস্ট এ নজরদারি থাকছে বলেও জানান ওসি।
সালাম আরিফ/ইবিটাইমস/আরএন