ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় মারা গেছে ২ জন। এছাড়াও নতুন করে জেলায় আক্রান্ত হয়েছে ৮৯ জন।
স্বাস্থ্য বিভাগ জানায়, গতকাল সকাল থেকে আজ সকাল পর্যন্ত সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা পজেটিভ নিয়ে একজন ও উপসর্গ নিয়ে আরো একজন জন মারা গেছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ১৮৩ জনে।
এছাড়াও নতুন করে ২৮৭ জনের নমুনা পরীক্ষা করে ৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩১ দশমিক ০১ ভাগ।
শেখ ইমন/ইবিটাইমস/আরএন