৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে নামছেন পিরোজপুরের জেলেরা

লাহেল মাহমুদ, পিরোজপুর : সরকার ঘোষিত টানা ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় আবারো সাগরে জাল ফেলা শুরু করেছেন উপকূলীয় জেলা পিরোজপুরের মৎস্য শিকারিরা।

রবিবার (২৫ জুলাই) জাল ফেলতে সদলবলে সাগরে গেছেন মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া, সাপলেজা, তুষখালী ও মিরুখালী ইউনিয়নের জেলেরা। এ ছাড়া জেলার ইন্দুরকানী উপজেলার ও নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ও মালিখালী ইউনিয়নের শুরু করেছেন সাগরে মৎস্য আহরণ।

এর আগে শুক্রবার (২৩ জুলাই) থেকেই  জাল, ফিশিং বোটসহ অন্যান্য সরঞ্জাম প্রস্তুত করেন সাগর পাড়ের জেলেরা। সরকারি নিষেধাজ্ঞা যথাযথ অনুসরণ করে উৎসব মুখর পরিবেশে এসব অঞ্চলের  প্রায় দুই শতাধীক বোট ও জেলেরা তাদের নিজ নিজ এলাকা  থেকে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে রওনা দেন।

সাগরে মাছ ধরাকে কেন্দ্র করে বেকার জেলেরা ফের কর্মব্যস্ত হয়ে পড়ছেন। এতে সরগরম হয়ে উঠবে মঠবড়িয়া ও পাড়েরহাট মাছের আড়তগুলো। অন্যদিকে, আবারও সচল হয়ে উঠছে বরফকলগুলো।

গভীর সাগরে ইলিশ পাওয়ার আশায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে দলবেধে বেরিয়ে পড়ছেন স্থানীয় জেলেরা। তাদের প্রত্যাশা নিষেধাজ্ঞার ফলে আগের চেয়ে ইলিশ বেশি ধরা পড়বে সাগরে।

সমুদ্রগামী একাধিক জেলের সঙ্গে কথা বলে জানা যায়, প্রাণঘাতী ভাইরাস করোনার প্রাদুর্ভাবে ও ৬৫ দিনের সমুদ্রে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা কারণে বেকার বসে থেকে ধার-দেনা করে চলতে হয়েছে সমুদ্র উপকূলীয় জেলেদের। জেলেরা জানিয়েছেন, করোনা প্রকোপে ধারদেনা শেষে সমুদ্রে নামার পূর্বে চড়া সুদে ঋণ নিয়ে সমুদ্রে নামছেন তারা। ৬৫ দিন পরিবার-পরিজন নিয়ে চলতে কষ্ট হলেও আবারও নিজ পেশায় ফিরতে পেরে খুশি জেলেরা।

মৎস্য বিভাগ বলছে, নিষেধাজ্ঞায় সাগর ও তার মোহনায় সব ধরনের মাছ ধরা সাময়িক বন্ধ ছিল। এ সময় জেলেরাও মাছ ধরা থেকে বিরত ছিল। কয়েকদিন অপেক্ষা করলেই মিলবে কাংক্ষিত রূপালি ইলিশ। ইলিশ শিকারে নিষেধাজ্ঞার কারণে ক্ষতিপূরণ হিসেবে জেলেদের ৮৬ কেজি করে চাল বরাদ্দ দেয় সরকার।

এদিকে আড়ৎদাররাও তাদের আড়ৎ নতুন করে সাজিয়ে নিচ্ছেন। নতুন করে আবার ঢাকাসহ বিভিন্ন জেলার পাইকারদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন ইলিশ বিক্রির জন্য।

পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল বারী বলেন, চলতি বছরের (২০মে -২৩ জুলাই) পর্যন্ত ৬৫ দিনের নিষেধাজ্ঞা সময়ে জেলেরা মাছ না ধরায় নদী ও সাগরে মাছের উৎপাদন বাড়ছে বলে আমরা বিশ্বাস করি। ফলে নদীতে প্রচুর ইলিশ পড়া শুরু হয়েছে। আশা রাখছি সাগরেও ঝাঁকে ঝাঁকে ইলিশ মিলবে।

এর আগে, ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিনের জন্য মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা দেয় সরকার।

পিরোজপুর/ইবিটাইমস/আরএন

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »