স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে আজ হারারেতে তৃতীয় টি-২০ ম্যাচে পাঁচ উইকেটে জয়ের মধ্য দিয়ে ২-১ এ সিরিজ জিতল বাংলাদেশ। এরআগে একমাত্র টেস্ট এবং তিন ম্যাচের একদিনের সিরিজও জিতেছে টাইগাররা। এবারের সফরে দ্বিতীয় টি-২০ এর একটা বাদে সব ম্যাচেই জয় পেয়েছে টাইগাররা।
রবিবার শেষ ম্যাচেও টস জিতে প্রথমে ব্যাট করে ১৯৩ রানের বিশাল সংগ্রহ করে স্বাগতিক জিম্বাবুয়ে। জবাবে সৌম্যর হাফ সেঞ্চুরির পাশাপাশি অধিনায়ক রিয়াদের ৩৪ ও শেষ দিকে শামীম পাটোয়ারীর ৩১ রানে চার বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।
জয়ের জন্য ১৯৪ রানের টার্গেটে সিকান্দার রাজার প্রথম ওভারে সৌম্যর চার-ছয়ে আসে ১৩ রান। তৃতীয় ওভারে মুজরাবানি বোলিংয়ে এসে প্রথম বলেই ফেরান নাইমকে। মিডঅফে লুকের হাতে ক্যাচ দেন সাত বলে তিন রান করা নাইম, ২০ রানে প্রথম উইকেটের পতন। তিন নম্বরে ব্যাটিংয়ে আসেন সাকিব। পাওয়ার প্লের ছয় ওভারে আসে ৫০ রান। অস্টম ওভারে জংওয়ের বলে টানা দুই ছক্কা হাকালেও, চতুর্থ বলে লংঅফে মায়ার্সের হাতে দরা পড়েন সাকিব। ৭০ রানে দ্বিতীয় উইকেট পতনের পর অধিনায়ক মাহমুদউল্লাহ জয়ের ভিত তৈরি করেন। তবে, ৪৯ বলে ৬৮ রান করে আউট হন সৌম্য। তরুন আফিফ ছক্কায় ১৪ রান করে ফেরেন সাজঘরে।
শেষ চার ওভারে বাংলাদেশের টার্গেট ৪০ রান। ১৭তম ওভারে রিয়াদের ছক্কা ও শামীমের বাউন্ডারীতে আসে ১২ রান। ১৮ তম ওভারে শামীমের তিন বাউন্ডারীতে আসে ১৫ রান। শেষ ১২ বলে দরকার ১৩ রান। দলের জয় থেকে সাত রান দুরে থাকতে ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক রিয়াদ। শেষ ওভারে প্রয়োজন ছিল ৫ রানের। প্রথম বলেই বোলারের মাথার উপর দিয়ে বাউন্ডারী হারিয়ে স্কোর সমান করেন শামীম। চার বল হাতে রেখেই পাচ উইকেটের জয় নিশ্চিত টাইগারদের।
এরআগে, বাংলাদেশের সামনে ১৯৪ রানের বড় লক্ষ্য ছুড়ে দেয় জিম্বাবুয়ে। টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই মারমুখী চেহারায় হাজির হয় জিম্বাবুয়ে।
ম্যাচসেরা ও সিরিজ সেরা হয়েছেন সৌম্য সরকার।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ