চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ “নো মাস্ক নো সার্ভিস” এই স্লোগানকে সামনে রেখে করোনা ভাইরাসের বিস্তার বন্ধে চরফ্যাশন উপজেলা মুজিব নগর ইউনিয়নের জনসাধারণের মধ্যে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে৷ সেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ এর নবগঠিত মুজিব নগর ইউনিয়ন কমিটির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়৷
শনিবার সকাল থেকে উক্ত ইউনিয়নের বিভিন্ন বাজার ও মোড়ে মোড়ে গিয়ে সংগঠনের নেতৃবৃন্দ ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের মাঝে এই মাস্ক ও লিফলেট বিতরণ করেন৷
এ সময় “ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ” মুজিব নগর ইউনিয়ন কমিটির উপদেষ্টা মাওলানা জাহাঙ্গীর আলম , চরফ্যাশন উপজেলা কমিটির কো-অর্ডিনেটর তরিকুল ইসলাম, মুজিবনগর ইউনিয়ন কমিটির সভাপতি আলামিন সরদার, সিনিয়র সহ-সভাপতি শামীম হাওলাদার, সহ-সভাপতি শাহাদাত হোসেন , সাধারণ সম্পাদক আরিফ, সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন, কো-অর্ডিনেটর আক্তর হোসেন সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন৷
মুজিবনগর টিমের নেতৃবৃন্দ জানান, চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন দ্বীপ মুজিব নগর ইউনিয়নে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অনেকটা পিছিয়ে আছে৷ এর মূল কারণ এখানে কোন প্রকারের সচেতনতামূলক প্রচার প্রচারণা নেই৷ অত্র ইউনিয়নে ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ এর নতুন কমিটি গঠন করার পর উপজেলা কমিটির নেতৃবৃন্দের সহযোগিতায় আমরা এ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছি৷
আশাকরি মুজিব নগর ইউনিয়নে সামাজিক সকল কর্মসূচি চলমান থাকবে ইনশাআল্লাহ৷
মোঃ তরিকুল ইসলাম/ইবিটাইমস