ঢাকা: আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে হেলেনা জাহাঙ্গীরকে।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে হেলেনা জাহাঙ্গীরকে এই অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হয়েছে।
আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও মহিলা বিষয়ক উপকমিটির সদস্য সচিব মেহের আফরোজ চুমকি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘হেলেনা জাহাঙ্গীর বাংলাদেশ আওয়ামী লীগ-এর মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তার সাম্প্রতিক কর্মকান্ড সংগঠনের নীতি বহির্ভূত হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগ-এর মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য পদ হতে তাকে অব্যাহতি প্রদান করা হয়েছে।’
উল্লেখ্য হেলেন জাহাঙ্গীর সাম্প্রতিক সময়ে বাংলাদেশ চাকরিজীবী লীগ নামে একটি সহযোগী সংগঠন প্রতিষ্ঠা করেন। এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের ব্যাপক সমলোচনা হয়।
ঢাকা/ইবিটাইমস/আরএন