লালমোহন, ভোলা: দেশজুড়ে চলমান কঠোর লকডাউনের প্রথমদিনে ভোলার লালমোহনে ১১ ব্যবসায়ী কে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
লকডাউন কার্যকরে শুক্রবার (২৩ জুলাই) সকালে লালমোহন বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম। এসময় লকডাউন অমান্য করে দোকান খোলা রাখার দায়ে ১১ দোকান মালিককে ১০ হাজার দুইশ টাকা জরিমানা করা হয়।
সরকারি নির্দেশনানুযায়ী লকডাউন কার্যকরে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম।
উল্লেখ্য, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আজ ২৩ জুলাই থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার।
সালাম সেন্টু/ইবিটাইমস/আরএন