লাহেল মাহমুদ, পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে পানিতে ডুবে জুনায়েত হাজরা নামের ৩ বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২জুলাই) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের বুইচাকাঠী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু জুনায়েত ওই গ্রামের বশির হাজরার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য শেখ মো. মোস্তাফিজুর রহমান পানিতে ডুবে শিশু মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির মা ওই দিন দুপুরের খাবারের পর শিশুটিকে নিয়ে ঘুমিয়ে পড়েন। এসময় শিশুটি মায়ের কোল থেকে
উঠে বাড়ির পুকুরের পানিতে নামে। পরে তাকে তার চাচী পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে হাসপতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার অতনু মিত্র বলেন শিশুটিককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।
পিরোজপুর/ইবিটাইমস/আরএন