স্পেনের টপ ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের সাথে অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের অধিনায়ক ডেভিড আলাবার চার বছরের চুক্তি
ইউরোপ ডেস্কঃ স্পেনের মাদ্রিদ থেকে অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ ও জাতীয় সংবাদ মাধ্যম জানিয়েছেন অস্ট্রিয়ান জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও কৃতি ফুটবলার ডেভিড আলাবাকে এক অনাড়ম্ভর অনুষ্ঠানের মাধ্যমে রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব কর্তৃপক্ষ তাদের নতুন খেলোয়াড় হিসাবে আনুষ্ঠানিকভাবে দেশী-বিদেশী সংবাদ মাধ্যমের সামনে উপস্থাপন করেছেন। ডেভিড আলাবা রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাবের হয়ে ৪ নম্বর জার্সি নিয়ে খেলবেন।
আজকের এই অনুষ্ঠানে ২৯ বছর বয়স্ক ডেভিড আলাবার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ডেভিড আলাবার মা-বাবা,স্ত্রী ও দেড় বছরের শিশু ছেলে সন্তানও উপস্থিত ছিল। এই অনাড়ম্ভর অনুষ্ঠানে ডেভিড আলাবার মা আবেগে কেঁদে ফেলেন।
ডেভিড আলাবাই অস্ট্রিয়ার এ যাবৎকালের সবচেয়ে দামী খেলোয়াড়।৬৫ মিলিয়ন ইউরোর মিনিময়ে স্পেনের রিয়াল মাদ্রিদ জার্মানির বায়ার্ন মিউনিখ থেকে ডেভিড আলাবাকে তাদের ক্লাবে নিয়ে নেন। ডেভিড আলাবার সাথে রিয়াল মাদ্রিদের চুক্তি হয়েছে বছরে প্রায় ১১ মিলিয়ন ইউরো করে চার বছরের জন্য। অর্থাৎ রিয়াল মাদ্রিদ বেতন হিসাবে আলাবাকে বছরে প্রায় ১১ মিলিয়ন ইউরো প্রদান করবে।
আলাবার সম্পূর্ণ নাম ডেভিড ওলাতুকুনকো আলাবা। তার জন্ম ২৪ জুন ১৯৯২ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়। আলাবার বাবা একজন নাইজেরিয়ান বংশোদ্ভূত এবং মা একজন ফিলিপাইন বংশোদ্ভূত। ডেভিড আলাবারা এক ভাই, এক বোন। আলাবার দুই বছরের ছোট বোন রোজে মে আলাবা একজন সংগীত শিল্পী ও গীতিকার। আলাবার বাবা একজন অস্ট্রিয়ান পপ ও রেপ সংগীত শিল্পী। আলাবার মা গিনা আলাবা একজন সিনিয়র নার্স হিসাবে ভিয়েনার একটি হাসপাতালে কর্মরত আছেন।
ডেভিড আলাবা ৯ বছর বয়সেই অস্ট্রিয়ার Erste Bank এর উদ্যোগে অস্ট্রিয়ান জাতীয় শিশু ক্ষুদে ফুটবল ক্যাম্পে প্রথম হয়ে সংবাদ শিরোনাম হয়েছিলেন। ডেভিড আলাবা তার ফুটবল খেলা শুরু করেন ভিয়েনার ঐতিহ্যবাহী দল Austria Wien -এ খেলার মাধ্যমে। তারপর দুই বছর পর জার্মানির টপ ক্লাব বায়ার্ন মিউনিখ তাকে তাদের ক্লাবে নিয়ে নেন। আলাবা বায়ার্ন মিউনিখে ৯ বছরের ফুটবল জীবনে একাধিক বার জার্মানির চ্যাম্পিয়নশিপ লাভ এবং UEFA চ্যাম্পিয়নস লীগের শিরোপা লাভেও শরীক ছিলেন।
ডেভিড আলাবা মূলত একজন কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও একজন বহুমুখী খেলোয়াড় হিসেবে তিনি মাঝেমধ্যে বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় অথবা কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন। তিনি অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের একজন চালিকা শক্তি হিসাবেও খেলে থাকেন। গত ইউরো কাপের একটি খেলায় তাকে ম্যান অফ দ্য ম্যাচ হিসাবেও পুরস্কৃত করা হয়েছিল।
কবির আহমেদ/ ইবিটাইমস