বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে যুক্তরাজ্যের নতুন প্রস্তাব

ঢাকা:বৃটেন বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোর সাথে বাণিজ্য বৃদ্ধি এবং একই সাথে বিশ্বজুড়ে কর্মসংস্থান সৃষ্টি ও প্রবৃদ্ধি বৃদ্ধিতে সহায়তা করার লক্ষ্যে একটি বাণিজ্য প্রকল্পের (ইউকে ডেভলপিং কান্ট্রিস ট্রেডিং) প্রস্তাব করেছে।

যুক্তরাজ্য নতুন বাণিজ্য বিধিমালার ওপর একটি পরামর্শ কার্যক্রম শুরু করেছে। এই পরামর্শ কার্মকান্ড দারিদ্র থেকে বেরিয়ে আসতে উন্নয়নশীল দেশগুলেকে সহায়তা করবে এবং একই সাথে ব্রিটেনের ব্যবসা এবং ভোক্তাদের সহায়তা করবে।

বৃটিশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ খবর জানানো হয়।
প্রস্তাবিত প্রকল্পটি বাংলাদেশসহ ৭০ টি দেশকে যুক্তরাজ্যে তাদের রফতানি বৈচিত্র আনতেএবং তাদের অর্থনীতি বিকাশে সুযোগ করে দেবে।

যুক্তরাজ্যের আন্তর্জাতিক ট্রেড সেক্রেটারি লিসট্রাস বলেন, “বাংলাদেশ ও ভিয়েতনামের মতো দেশগুলো প্রমাণ করেছে বাণিজ্যের পথে জীবন যাত্রার মান উন্নয়ন সম্ভব এবং‘আমাদের নতুন উন্নয়নশীল দেশ’বাণিজ্য প্রকল্প অন্যদেরও একই কাজ করতে সহয়িতা করবে।”

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »