অস্ট্রিয়ায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ আর উদ্দীপনায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত

ভিয়েনার মেয়র ও রাজ্য গভর্নর মিখাইল লুডভিগ ভিয়েনার মুসলিম কমিউনিটিকে ঈদুল আজহা’র শুভেচ্ছা জানিয়েছেন

ইউরোপ ডেস্কঃ আজ অস্ট্রিয়ায় যথাযথ ভাবগাম্ভীর্য ও উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা পালিত হচ্ছে। সকাল ৬ টা ৩০ মিনিটে ভিয়েনা ইন্টারন্যাশনাল ইসলামিক সেন্টার মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের নামাজের খুতবায় প্রধান ইমাম হযরত ইব্রাহীম আঃ এর আল্লাহর প্রতি আনুগত্য ও আল্লাহর হুকুমে নিজের সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করার মহত্ত বর্ণনা করেন। ইমাম খুতবায় সমস্ত মুসলিম উম্মার সুখ ও শান্তির জন্যও মহান আল্লাহতায়ালার নিকট দোয়া করেন।

বাংলাদেশ অস্ট্রিয়া মুসলিম কমিউনিটির মসজিদ সমূহেও পবিত্র ঈদুল আজহা’র নামাজ অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি মসজিদেই একাধিক ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির লোকজন সাধারণত ভিয়েনার বাহিরে কসাইখানায় তিনদিন কোরবানী করে থাকেন। ঈদের দিন এবং পরের আরও দুইদিন। অস্ট্রিয়ায় যত্রতত্র পশু জবাই করা যায় না। অস্ট্রিয়ায় গরু কোরবানী করতে হলে রোজার ঈদের পর পরই অস্ট্রিয়ার NÖ, OÖ এবং Burgenland রাজ্যের বিভিন্ন গরুর খামার ও কসাইখানায় গরু পছন্দ করে সামান্য ইউরো দিয়ে বায়না ও জবাই করার সময় নিতে হয়। অস্ট্রিয়ান এই সমস্ত কসাইখানায় কোরবানীর সময় পশু জবাই করার জন্য একজন মুসলমান কসাই নিযুক্ত করা হয়। পশু কোরবানীর সময় একজন চিকিৎসক পশুর মাংস পরীক্ষা করে থাকেন। গরু কোরবানীর জন্য যেমন অনেক পূর্বেই নাম নিবন্ধন করতে হয় কিন্ত ছাগল ও ভেড়া কোরবানীর জন্য এতো পূর্বে নিবন্ধন বা বায়না না করলেও চলে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিয়েনার মেয়র ও রাজ্য গভর্নর মিখাইল লুডভিগ ভিয়েনায় বসবাসকারী সকল মুসলমানকে পবিত্র ঈদুল আজহা’র শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এক ভিডিও বার্তায় বলেন, আমি সকল মুসলমানকে  আত্ম-ত্যাগের এক দুর্দান্ত আনন্দ এই উৎসবে সকলের মঙ্গল কামনা করছি।

তিনি আরও বলেন, আমি নিজেকে এবং আপনাদের আত্মীয়দের করোনার নতুন সংক্রমণ থেকে রক্ষা করার জন্য উৎসব চলাকালীন ভিয়েনায় ব্যাপক পরিমাণে টিকা এবং পরীক্ষাগুলি ব্যবহার করার আবেদনটির সাথে আমার অভিনন্দনগুলি একত্রিত করতে চাই।

তিনি তার ভিডিও বার্তায় আরও বলেন, নতুন সংক্রমণের সংখ্যা এখনও কম, তবে ডেল্টা রূপটি ইতিমধ্যে পুরো ইউরোপ জুড়ে ঘুরে বেড়াচ্ছে।  বিশেষত টেস্টিং এবং টিকাদান এই ভাইরাসের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর সুরক্ষা ব্যবস্থা। আপনি আমাদের পরীক্ষার বিকল্পগুলি এবং করোনার টিকা দেওয়ার জন্য বহু অফার (এমনকি নিবন্ধন ছাড়াই) আমাদের ভিয়েনা প্রশাসনের ওয়েব সাইটে পাবেন। পরিশেষে তিনি সকলকে অত্যন্ত সতর্কতার সাথে তিনদিন ব্যাপী এই ঈদুল আজহা’র আনন্দ উপভোগ করার অনুরোধ করেন।

আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৩১৬ জন এবং আজ করোনায় আক্রান্ত হয়ে কেহ মৃত্যুবরণ করেন নি।

রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৪৮ জন। অন্যান্য রাজ্যের মধ্যে Salzburg রাজ্যে ৮৩ জন, OÖ রাজ্যে ৪৪ জন, NÖ রাজ্যে ৩৪ জন, Steiermark রাজ্যে ৩১ জন, Vorarlberg রাজ্যে ২৫ জন, Kärnten রাজ্যে ১৬ জন এবং Burgenland রাজ্যে ৪ জন নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ দেশে করোনার প্রতিষেধক টিকাদান সম্পন্ন করা হয়েছে ২৯,৭৪২ ডোজ এবং এই পর্যন্ত করোনার মোট প্রতিষেধক টিকাদান সম্পন্ন করা হয়েছে ৯০ লাখ ৭০ হাজার ১৩৩ ডোজ। অস্ট্রিয়ায় এই পর্যন্ত ৪০ লাখ ৮৫ হাজার ৩০৬ জন করোনার প্রতিষেধক টিকা গ্রহণ সম্পূর্ণ সম্পন্ন করেছেন। যা দেশের মোট জনসংখ্যার শতকরা ৪৫,৮ শতাংশ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,৫৪,৩১৪ জন এবং মৃত্যুবরণ করেছেন ১০,৭২৯ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৬,৩৯,৮৩১ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৩,৭৫৪ জন। এর মধ্যে ক্রিটিক্যাল অবস্থায় আইসিইউতে আছেন ৩৯ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১২৪ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ/ ইবিটাইমস

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »