ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে অসহায়দের মাঝে প্রধান মন্ত্রীর ঈদ উপহার হিসাবে দেয়া খাদ্য সামগ্রী ও শাড়ি-লুঙ্গি পৌঁছে দিলেন জেলা প্রশাসক আবু আলী মোহাম্মাদ সাজ্জাদ হোসেন।
সোমবার (১৯ জুলাই) বিকালে তিনি উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের নতুন রাস্তা ও শ্রীরামকাঠী ইউনিয়নের মীরেরহাটের প্রধান মন্ত্রীর দেয়া আবাসনের অসহায়দের কাছে গিয়ে নিজ হাতে ওই উপহার সামগ্রী পৌঁছে দিলেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চৌধুরী রওশন ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাখাওয়াত জামিল সৈকত প্রমুখ।
জানা গেছে, ওই দুই ইউনিয়নের বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে অসহায় পরিবারদের দেয়া আবাসন হিসাবে ঘরে থাকা ১২০ পরিবারকে প্রত্যেককে ঈদ সামগ্রী হিসাবে সেমাই, পোলাও চাল, দুধ, চিনি, তেল, ডাল সহ বিভিন্ন ঈদের খাবার ও শাড়ি-লুঙ্গি প্রদান করেন।
এ সময় জেলা প্রশাসক ওই সব অসহায়দের উদ্দেশ্যে বলেন, প্রধান মন্ত্রীর পক্ষ থেকে আসন্ন ঈদ উপলক্ষে আপনাদের জন্য এসব উপহার সামগ্রী পাঠানো হয়েছে।
এ ছাড়া একই দিন তিনি উপজেলা সদরে বসবাসরত তৃতীয় লিঙ্গের (হিজরা) ৮ জনকে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী ও শাড়ি প্রদান করেন।
এ ছাড়া এর আগে উপজেলার মাটিভাঙ্গা, মালিখালী, দেদউলবাড়ি, শাঁখারীকাঠী, নাজিরপুর সদর ও শেখমাটিয়া এ ৬ টি ইউনিয়নের ৩০৯ টি জেলে পরিবারকে খাদ্য সামগ্রী হিসাবে ৯ হাজার ২শত ৭০ মে:টন চাল প্রদান করা হয়। ওই সব চাল প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমান।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস