করোনা আক্রান্ত হয়ে পুলিশ ইন্সেপেক্টরের মৃত্যু, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীর শোক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, পিরোজপুর: করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পুলিশ ইন্সেপেক্টর (ওসি) মো. শহিদুল ইসলাম শাহিনের (৫৭)। তিনি সোমবার (১৯ জুলাই) ভোর সোয়া ৪টার দিকে ঢাকার সেন্ট্রাল পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি—-
রাজেউন)। মৃত্যু কালে তিনি স্ত্রী, ৩ মেয়ে ও ১ ছেলে রেখে গেছেন।

তিনি পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বাসিন্দা ও নাজিরপুর উপজেলা পরিষদের প্রথম উপজেলা চেয়ারম্যান মরহুম আব্দুস সত্তারের জেষ্ঠ্য পুত্র। তিনি খুলনা জেলায় সিআইডি পুলিশের ইন্সেপেক্টর (ওসি) হিসাবে কর্মরত ছিলেন । তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মেঝো ভাই নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম বিলু।

তিনি জানান, তিনি ( শাহিন) গত ২২ মে থেকে করোনা উপসর্গ নিয়ে অসুস্থ ছিলেন। পরে তার নমুনা পরীক্ষা করালে করোনা আক্রান্ত হিসাবে সনাক্ত হন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সেন্ট্রাল পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর-১ আসনের এমপি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম। তিনি মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বলেন, ওসি শহিদুল ইসলাম শাহীন ছিলেনিএক জন চৌকস পুলিশ অফিসার ও নাজিরপুরের একটি সমাজ সেবক পরিবারের সন্তান। তার মৃত্যুতে বাংলাদেশ পুলিশ হারালো একজন চৌকস ও সৎ পুলিশ কর্মকর্তা।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস /এম আর

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »