আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ বন্যার কারণে বাভারিয়ার পূর্বাঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় স্থানীয় সংকট পরিস্থিতি মোকাবেলা কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, সেখানে অনেক আবাসিক ভবন প্লাবিত হয়েছে। বাসিন্দারা তাদের বাসার নিচ তলা ছেড়ে ওপর তলায় চলে যাওয়ার কথা জানিয়েছে।
এদিকে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, প্রবল বর্ষণজনিত কারণে বিভিন্ন নদীর পানি অস্বাভাবিকভাবে আরো বেড়ে যেতে পারে। সেখানের বেশ কিছু নদীর পানি এরইমধ্যে ধারণার চেয়েও ১.৫ মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এ সপ্তাহের গোড়ার দিকে প্রবল বর্ষণের কারণে জার্মানির পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। রিনের উপনদী আহর ও মোসালির এবং অনেকগুলো ছোট নদীর তীর ভেঙ্গে গেছে।
দেশটিতে এ ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে এ পর্যন্ত ১৪০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এমএইচ