অস্ট্রিয়ার Tirol রাজ্যে অতি বৃষ্টিপাতের ফলে নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যা

বন্যার পানি মানুষের ঘর-বাড়িতে ঢুকে পড়েছে। তাছাড়াও ভূমিধসের ফলে অনেক রাস্তা বন্ধ

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার সংবাদ মাধ্যম জানিয়েছেন অস্ট্রিয়ার পশ্চিমের রাজ্য Tirol রাজ্যের নিম্নভূমিতে প্রাকৃতিক দুর্যোগের সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যা থেকে ফায়ার ব্রিগেড, পুলিশ, উদ্ধারকর্মী এবং অন্যান্য সাহায্যকারী সংস্থার লোকজন অবিরাম তাদের দায়িত্ব পালন করে আসছেন।

রাতে রাজ্যের কুফস্টাইন শহরে সিভিল ডিফেন্সের বিপদাশঙ্কা ছড়িয়ে পড়েছিল, অন্যত্রও অনিশ্চিত পরিস্থিতি দেখা দিয়েছে। হফফার্টেনে ও কেলচসৌর- আচে দিয়ে  রাজ্যে সংযোগ সড়ক পানিতে ডুবে যাওয়ায় এই এলাকা বর্তমানে মূল রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে হেলিকপ্টারের সাহায্যে পরিস্থিতির পর্যবেক্ষণ ও ত্রাণ এবং উদ্ধার কার্যক্রমের পরিকল্পনা করা হয়েছে। Tirol রাজ্য ও কুফস্টাইন জেলা প্রশাসন থেকে লোকজনদের নিজেদের ভবন ত্যাগ না করার এবং ভবনের উচ্চ তলায় অবস্থান করতে বলা হয়েছে বিভিন্ন সম্প্রচার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে।

Tirol রাজ্যের প্রাকৃতিক দুর্যোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের সতর্কতা অনুসারে কোনও পরিস্থিতিতেই ভূপৃষ্ঠ এবং ভূগর্ভস্থ গাড়ি পার্কগুলিতে লোকজনদের যেতে বারণ করেছেন। প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বন্যার পানির স্র্রোতে রাজ্যের অনেক জায়গাতেই ভূমিধসের ফলে রাস্তা বন্ধ রয়েছে।

অস্ট্রিয়ার জনপ্রিয় Kronen Zeitung জানিয়েছেন অস্ট্রিয়ার আবহাওয়া অফিস অস্ট্রিয়ার পশ্চিমের Tirol রাজ্য থেকে পূর্বাঞ্চলের NÖ রাজ্য পর্যন্ত বন্যা,ভূমিধস সহ দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা জারি করেছেন।

পত্রিকাটি আরও জানান, গতকাল Tirol রাজ্য সংলগ্ন পশ্চিমের আরেক রাজ্য Salzburg এর Hallein জেলা শহরে বন্যার পানি ঢুকে পড়ায় জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানী ভিয়েনায় প্রায় ৩০ মিনিটের ভারী বর্ষণের ফলে রাস্তাঘাট পানিতে ডুবে গেলে ক্ষনিকের জন্য ভিয়েনার কোথাও কোথাও গণপরিবহন সার্ভিস বন্ধ রাখতে হয়েছিল। ফলে অনেককেই ট্রাম ও বাসের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল।

কবির আহমেদ/ ইবিটাইমস

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »