স্পোর্টস ডেস্ক: বিয়ের পিঁড়িতে বসলেন ভারতীয় তারকা অলরাউন্ডার শিবম দুবে। তিনি সাত পাকে বাঁধা পড়লেন দীর্ঘ দিনের বান্ধবী আনজুম খানের সঙ্গে।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি পোস্ট করে দুবে জানান ‘এখান থেকেই আজীবনের যাত্রা শুরু হল।’
এর পর থেকেই শুভেচ্ছার ভাসছেন নবদম্পতি। শ্রেয়াস আইয়ার ও রাহুল তেওতিয়াসহ অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন শিবম ও আনজুমকে।
টুইট করে অলরাউন্ডারকে অভিনন্দন জানিয়েছে আইপিএলে ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসও।
দুজন দুই ধর্মের হওয়ায়, ইসলাম ও হিন্দু— দুই ধর্মমতে বিয়ে করেছেন শিবম ও আনজুম।
২০১৮ সালের নভেম্বরে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল শিবাম দুবের। তিনি এ পর্যন্ত ১৩টি টি-টোয়েন্টি ও একটি ওয়ানডে খেলেছেন ভারতের হয়ে।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ