আন্তর্জাতিক ডেস্ক: বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রো শনিবার বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। ডি ক্রো ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লায়েনের সাথে জার্মানি সীমান্তের কাছে পূর্ব বেলজিয়ামের নদীর উপত্যকায় যোগ দেন। এলাকাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত।
সর্বশেষ সরকারি হিসেবে ২০ জনের প্রানহাণি ও এখনো পর্যন্ত পঞ্চাশের মতো নিখোঁজ থাকার কথা জানা গেছে।
এদিকে সঙ্কট কেন্দ্রের একজন মুখপাত্র বলেছেন, দিনের শেষদিকে একটি নতুন সরকারি চিত্র দেওয়া হবে। নিশ্চিত যে, এতে মৃতের সংখ্যা বাড়বে। কয়েক দিনের প্রচন্ড বৃষ্টিপাতের কারনে বৃহস্পতিবার মিউস অঞ্চলে ঘনবসতিপূর্ণ উপত্যকায় বন্যা দেখা দেয়। যদিও শনিবার আকাশ কিছুটা পরিষ্কার ছিল ও ঝড়ো বৃষ্টিপাতও কম হয়।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ