সৌদি আরবে ৫ দিন ব্যাপী পবিত্র হজ্জের আনুষ্ঠানিকতা শুরু

এই বৎসর শুধুমাত্র ৬০,০০০ হাজার মানুষ পবিত্র হজ্জ পালন করবেন

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা মহামারির মধ্যে সীমিত পরিসরে কঠোর স্বাস্থ্যবিধি মেনে সৌদি আরবে আজ শনিবার শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। গত বছরের মতোই এবারও শুধু সৌদি নাগরিক এবং সে দেশে অবস্থানরত বিভিন্ন দেশের মানুষ ইসলামের অন্যতম স্তম্ভ হজ পালনের সুযোগ পাচ্ছেন। হজ সম্পাদনে এবার মুসল্লিদের ব্যবহার করতে হবে স্মার্ট কার্ড।

আজ মক্কায় পৌঁছেছেন অনুমতি পাওয়া হজযাত্রীরা। রবিবার আনুষ্ঠানিকভাবে শুরু হবে হজ্জের মূল কার্যক্রম। আগামী সোমবার হজ্জ বা আরাফার দিন।

এ দিন মসজিদে নামিরা থেকে হজ্জের খুতবা দেবেন কাবার মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. বানদার বালিলাহ। বাংলাসহ ৯টি ভাষায় অনুবাদ করে প্রচার করা হবে এটি। পরদিন অর্থাৎ মঙ্গলবার পশু কোরবানি করবেন হাজীরা।

মহানবী হজরত মুহাম্মদ (সা.) বিদায় হজের সময় আরাফাতের ময়দানে ভাষণ দিয়েছিলেন। সেই রীতি অনুযায়ী প্রতি বছর ৯ই জিলহজ্জ আরাফাতের ময়দানে হজের খুতবা দেওয়া হয়। এবার ১৫০ দেশের নাগরিকসহ মোট ৬০ হাজার ধর্মপ্রাণ মুসলমান হজ্জ পালন করবেন।

এদিকে সৌদি আরবের মক্কা থেকে ইংরেজী দৈনিক সৌদি গেজেট জানিয়েছেন আজ শনিবার হজ্জ পালনের উদ্দেশ্যে মক্কায় আগমনকারী প্রথম দলটি কাবা ঘর তাওয়াফ সম্পন্ন করেছেন।

পত্রিকাটি সৌদি প্রেস এজেন্সি উদ্ধৃতি দিয়ে জানায়,এই বছরের পবিত্র হজ্জ যাত্রীদের প্রথম দলটি ত্বাফ আল-কুদুমের (আগমনীর তাওয়াফ) আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে। করোনার বিধিনিষেধ সম্পূর্ণভাবে মেনে হারামাইন(মক্কা ও মদিনার মসজিদ কমিটি) সংস্থার ব্যবস্থাপনায় ও সতর্কতামূলক ব্যবস্থার মধ্যে সুষ্ঠ ও স্বাচ্ছন্দ্যের সাথে সম্পন্ন হয়েছে।

মক্কা ও মদিনার দুইটি পবিত্র মসজিদের বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির মুখপাত্র হানী হায়দার সৌদি প্রেস এজেন্সিকে বলেন,আমরা করোনার বিধিনিষেধের জন্য  তওয়াফ (প্রদক্ষিণ) অঞ্চলের আশেপাশের তীর্থযাত্রীদের জন্য ট্র্যাক নির্ধারণ করে দিয়েছি, যাতে হাজীরা তাদের আচার-অনুষ্ঠান সহজেই সহজে এবং স্বাচ্ছন্দ্যের সাথে করতে পারেন।

তিনি আরও জানান, ৬০ জন হারামাইনের কর্মী প্রথম দলের তাওয়াফের সময় তীর্থযাত্রীদের তাওয়াফ করার সময় সামাজিক দূরত্ব রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হাজীদের সাথেই ছিলেন। তিনি আরও বলেন, সৌদি সরকারের সীমাহীন সহায়তায়  হজযাত্রীদের একটি আদর্শ ও যথাযথ স্বাস্থ্যকর পরিবেশ প্রদানের জন্য বিশিষ্ট এবং উচ্চ-মানের পরিষেবার ব্যবস্থা বজায় রাখতে আগ্রহী আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করে যাবো।

কবির আহমেদ /ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »