আজ শনিবার বিকালের পর থেকে এই রাজ্যে ভারী বৃষ্টিপাতের ফলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে
ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার জনপ্রিয় Kronen Zeitung জানিয়েছেন অস্ট্রিয়ার পশ্চিমের রাজ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
আজ বিকালের পর থেকে ভারি বৃষ্টিপাতের ফলে এই রাজ্যে সতর্কতা বাড়িয়ে তুলেছে। ফায়ার সার্ভিসের লোকজনকে নদীর পাড়ে পানির প্রবেশ ঠেকানোর জন্য অস্থায়ী বাঁধ দিতে দেখা যাচ্ছে।
পত্রিকাটি রাজ্য প্রশাসনের উদ্ধৃতি দিয়ে জানায়, এই রাজ্যের সকল জরুরী পরিষেবা সার্ভিস সমূহকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। সমস্ত উদ্ধারকারী (Rescue) দলকে প্রস্তুত রাখা হয়েছে।
পত্রিকাটি আরও জানায়, সন্ধ্যায় এই রিপোর্ট লিখা পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায় নি।
এদিকে অস্ট্রিয়ার ফেডারেল রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে অস্ট্রিয়ার পশ্চিমাঞ্চলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য ট্রেন চলাচল বিলম্ব হওয়ার কথা জানিয়েছেন।
অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছেন আজ বিকালের পর পশ্চিমের Tirol রাজ্যের Kitzbühel জেলায় ধমকা ও ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাত হচ্ছে। এই জেলার ফায়ার সার্ভিস বিকালে নদীর তীরে প্রায় ৩০,০০০ হাজার বালির বস্তা ফেলেছে বলে স্থানীয় প্রশাসন থেকে বলা হয়েছে।
সংবাদ সংস্থার খবরে আরও বলা হয়েছে, হাইড্রোগ্রাফিক সার্ভিসের মাধ্যমে দুর্যোগের পরিচালক এলমার রিজোলি জেডএএমজির সাথে অবিচ্ছিন্ন যোগাযোগ করছেন। শনিবার বিকালে কিছু পূর্বাভাস মডেলগুলিতে কিছুটা পরিষ্কার হয়ে যাওয়ার কথা হয়েছিল। আবহাওয়া অফিস পূর্বাভাস দিয়েছন রবিবার পর্যন্ত এই অঞ্চলে ভারী বর্ষণ অব্যাহত থাকবে এবং স্থানীয় নদীর পানি উপচে তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যার পানিতে তলিয়ে যেতে পারে।
ফায়ার সার্ভিসের জনৈক মুখপাত্র জানান,বিপন্ন অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কাজ চলছে। তিনি আরও বলেন, জনগণ সতর্ক করে বলা হয়েছে যে, যখন একটানা তিন মিনিট সাইরেন বাজঁবে তখন সবাইকে তাদের ঘরবাড়ি ত্যাগ করার পরামর্শ দেয়া হয়েছে।
আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৪১১ জন এবং আজও কেহ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন নি। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১২০ জন। অন্যান্য রাজ্যের মধ্যে OÖ রাজ্যে ৭০ জন, Steiermark রাজ্যে ৫৩ জন, Salzburg রাজ্যে ৫২ জন, NÖ রাজ্যে ৪৬ জন, Tirol রাজ্যে ৩৯ জন, Vorarlberg রাজ্যে ১৯ জন, Kärnten রাজ্যে ১১ জন এবং Burgenland রাজ্যে ১ জন নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন।
অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ অস্ট্রিয়ায় করোনার প্রতিষেধক টিকা দেয়া হয়েছে ৭০,৪৭০ ডোজ এবং এই পর্যন্ত মোট টিকাদানের পরিমাণ ৮৯,৪৯,২১০ ডোজ। অস্ট্রিয়ায় এই পর্যন্ত মোট ৩৯,৯২,৫৯৩ জন করোনার সম্পূর্ণ প্রতিষেধক টিকা গ্রহণ সম্পন্ন করেছেন। যা দেশের মোট জনসংখ্যার ৪৪,৮ শতাংশ।
অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,৫৩,৪১২ জন এবং এই পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন ১০,৭২৮ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৬,৩৯,৪২২ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৩,২৬২ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৩৬ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১১৪ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
কবির আহমেদ/ ইবিটাইমস