ভারতে ২০ লাখ অ্যাকাউন্ট বন্ধ করেছে হোয়াটসঅ্যাপ

আন্তর্জাতিক ডেস্ক: শর্ত ভঙ্গ ও বিধি লঙ্ঘনের অভিযোগে ভারতে ২০ লাখের বেশি অ্যাকাউন্ট (ব্লক) বন্ধ করে দিয়েছে হোয়াটসঅ্যাপ। গত মে ও জুন মাসে অ্যাকাউন্টগুলো বন্ধ করা হয়েছে।

এর কারণ হিসেবে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ বলেছে, একজন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী সর্বোচ্চ যতজনকে বার্তা ফরোয়ার্ড করতে পারেন, শতকরা ৯৫ ভাগ অ্যাকাউন্টধারী সেই সীমা লঙ্ঘন করেছেন।

হোয়াটসঅ্যাপের সবচেয়ে বড় বাজার হচ্ছে ভারত। দেশটিতে ৪০ কোটির বেশি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। ফেসবুকের মালিকানাধীন এই মেসেজিং সেবাটির কর্তৃপক্ষ বলেছে, তাদের মূল লক্ষ্য ছিল ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ক্ষতিকর ও অনাকাঙ্ক্ষিত বার্তা আদান–প্রদান কমানো।

হোয়াটসঅ্যাপ তাদের মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করে বিশ্বজুড়ে প্রতি মাসে ৮০ লাখের বেশি অ্যাকাউন্ট বন্ধ করে।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »