পিরোজপুরে পুলিশ সুপারকে সাংবাদিকদের ৩ সংগঠনের বিদায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: পিরোজপুরের বিদায়ী পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম ইসলাম খানকে পিরোজপুরে কর্তব্যরত সাংবাদিকদের ৩টি সংগঠন সহ বিভিন্ন সামজিক সংগঠন বিদায় জানিয়েছেন।

শুক্রবার বিকালে জেলা পুলিশের সভাকক্ষে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিদায়ী শুভেচ্ছা ও স্মারক প্রদান করেন পিরোজপুর কর্তব্যরত সাংবাদিকদের সংগঠন পিরোজপুর রিপোটার্স ইউনিটি (পিআরইউ), পিরোজপুর জেলা অনলাইন জার্নালিস্ট এ্যাসোসিয়েশন ও পিরোজপুর জেলা টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন।

এ সময় এসব সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি মো. খালিদ আবু, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি এসএম তানভীর আহমেদ, বাংলানিউজ-এর এইচ এম লাহেল মাহমুদ, বাংলা ভিশন টেলিভিশ-এর কুমার শুভ রায়, বিডি নিউজ ২৪.কম এর মো. হাসিবুল হাসান, ইনডিপেন্ডন্ট টেলিভিশন ও দৈনিক আজকের পত্রিকার মো. তামীম সর্দার প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জাগো নিউজের মো. ইমাম হাসান মাসুদ, ঢাকা পোস্ট এর মো. আভীর হাসান, দীপ্ত টেলিভিশনের মো. কবির হোসেন প্রমুখ।

এ সময় বিদায়ী পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান তার বক্তব্যে পিরোজপুরে চাকুরী কালে সাংবাদিকদের সার্বিক সহযোগীতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মো. আজাদ।

এ ছাড়া একই দিন পুলিশ সুপারকে বিদায়ী সম্মাননা স্মারক প্রদান করেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদের জেলা কমিটি ও পিরোজপুর ইয়ুথ সোসাইটি’র নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত রবিবার (১১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জন নিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খানের এ বদলির আদেশ করা হয়। এতে তাকে (হায়াতুল ইসলাম খান) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার হিসাবে ও চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার (এসপি) মোহাম্মাদ সাঈদুর রহমানকে পিরোজপুরের পুলিশ সুপার হিসাবে দায়িত্ব দেয়া হয়েছে।

পিরোজপুরের পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান গত ২০১৯ সালের মে মাসে পিরোজপুরের পুলিশ সুপার হিসাবে যোগদান করেন। তিনি এখানে যোগদানের পর জেলার আইন-শৃঙ্খলার উন্নতি করতে জেলা ঝুড়ে ব্যাপক অভিযান চালান। মাদক ব্যবসা নিমূল সহ অপরাধ দমনে সচেষ্ট ছিলেন।

গত ২০২০ সালের মার্চ মাসে করোনার প্রভাব দেখা দিলে তিনি নিজ উদ্যোগে করোনায় কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী, অসহায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরন সহ গত বছরে জেলার ইন্দুরকানীতে করোনায় মৃত্যু ব্যাক্তিকে স্বজনরা ফেলে গেলেও পুলিশের উদ্যোগে তাকে (হিন্দু) সৎকার করা সহ বিভিন্ন মানবিক কর্মকান্ডে তিনি জেলা ঝুড়ে সাধারনের কাছে আন্তরিকপূর্ন হয়ে উঠেন।

এ ছাড়া তিনি এখানে যোগদানের পর জেলা শহর সহ জেলার বিভিন্ন উপজেলারে কিশোর গ্যাং, রাতে ছাত্রদের ঘরের বাহিরে বের না হওয়ার জন্য শিক্ষার্থী অভিভাবকদের নিয়ে কাউন্সিলিং সহ পিরোজপুর পৌর শহরকে অপরাধ মুক্ত করতে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় আনেন।

পিরোজপুরে তিনি একজন সৎ পুলিশ কর্মকর্তা হিসাবে পরিচিতি পান। তিনি ২৪ তম বিসিএস’এ সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসাবে পুলিশ বাহিনীতে যোগদান করেন।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »