আন্তর্জাতিক ডেস্ক: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘ নয় মাস বন্ধ থাকার পর শুক্রবার পর্যটকদের জন্য আইফেল টাওয়ার পুনরায় খুলে দেয়া হয়েছে।
‘আয়রন লেডি’ লিফটগুলো নতুন করে চালুর জন্য প্রস্তুত করা হচ্ছে। এই লিফটগুলো পর্যটকদের ৩শ’ মিটার (১,০০০ ফুট) উচ্চতায় পৌঁছে দেবে।
কোভিড-১৯ মহামারির কারণে এতোদিন আইফেল টাওয়ার পরিদর্শন পর্যটকদের জন্য বন্ধ ছিল। সামাজিক দূরত্ব বজায় রাখতে লিফটের দৈনন্দিন ক্ষমতা ১৩ হাজার লোকের মধ্যে সীমাবদ্ধ রাখা হচ্ছে, যা স্বাভাবিক ক্ষমতার অর্ধেক।
আগামী বুধবার থেকে পর্যটরা টিকা গ্রহন অথবা করোনার নেগেটিভ টেস্ট রিপোর্ট দেখিয়ে আইফেল টাওয়ার পরিদর্শন করতে পারবে।
ঢাকা/ইবিটাইমস/এমএইচ