ঈদ আনন্দ
হায়াত মাহমুদ,অস্ট্রেলিয়াঃ ঈদের দিনে আমরা সবাই
ঈদ গাঁ তে যাই,
হাসি খুশী মিলন মেলা
যার তুলনা নাই ।
পাক-পবিত্র শুভ্র বেশে
ঈদের মাঠে যাই,
ছোট-বড়, ধনি-গরিব
নাই ভেদা ভেদ নাই ।
নামাজ শেষে, ঈদের মাঠে-
করছে সবাই, কোলা-কুলি,
সুখের বন্যা বইছে সেথা
এমন দৃশ্য কেউ কি ভুলি ?
রাধুনিদের ঈদের রান্নার-
পরে গেছে ধুম,
নাওয়া খাওয়া সব ছেড়েছে
চোখে নাইতো ঘুম ।
ঈদ গাঁ থেকে ঘরে এসে-
কোরমা পোলাউ খাবো ঠেসে,
মায়ের হাতের ফিরনী পায়েশ-
খাবো-দাবো, করবো আয়েশ ।
ঈদের দিনে আল্লাহর কাছে-
চাইবো আরও সুখ,
বিশ্বে জেনো শান্তি আসে-
যাক-চলে যাক দুখ ।
হায়াত মাহমুদ, কবি,সাহিত্যিক ও কলামিস্ট