যুক্তরাজ্যে একদিনেই করোনায় আক্রান্ত ৪২ হাজারের বেশি, মৃত্যু ৪৯

যুক্তরাজ্যে (বৃটেন) করোনা পরিস্থিতির অব্যাহত অবনতি! দৈনিক সংক্রমণ ক্রমশ লাখের দিকে ধাবিত হচ্ছে

ইউরোপ ডেস্কঃ বৃটিশ সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী গত ছয় মাসের মধ্যে গতকালই পুনরায় সংক্রমণের বিস্তার ভয়াবহ আকার ধারণ করেছে। দৈনিক মিরর জানিয়েছে যুক্তরাজ্যে ছয় মাসের জন্য সবচেয়ে খারাপ দিনে গতকাল ৪২,০০০ হাজারের উপরে করোনার নতুন করে সংক্রমিত শনাক্ত হয়েছে এবং একই দিনে করোনায় আক্রান্ত হয়ে ৪৯ জন মৃত্যুবরণ করেছেন।

গতকাল বুধবার বিকালে বৃটিশ ন্যাশনাল হেলথ সার্ভিস (NHS) এর তথ্যানুসারে গত ১৫ জানুয়ারীর পর এই প্রথম করোনার দৈনিক সংক্রমণ পুনরায় ৪২ হাজারের উপরে। সংক্রমণ বৃদ্ধির সাথে সাথে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। সর্বশেষতম করোনভাইরাস তথ্যে দেখা গেছে যে গত ১৫ জানুয়ারীর পর এই প্রথম দেশে দৈনিক সংক্রমণের সংখ্যা সবচেয়ে বেশি রেকর্ড করা হয়েছে। যদিও যুক্তরাজ্যে করোনার প্রতিষেধক টিকা অত্যন্ত সাফল্যভাবে সম্পন্ন করা হচ্ছে।

বৃটিশ সংবাদ মাধ্যমে আরও বলা হয়েছে দেশের লকডাউন ও কঠোর বিধিনিষেধ প্রত্যাহারের ঠিক কয়েক দিন আগে গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ শনাক্তে সরকার বিচলিত নন। কেননা বৃটিশ সরকারের সংক্রমণ রোগ বিশেষজ্ঞরা ইতিমধ্যেই সরকারকে দেশে দৈনিক সংক্রমণ লাখ পর্যন্তও উঠতে পারে বলে সতর্ক করেছেন। তাছাড়াও দৈনিক করোনায় মৃত্যুবরণ ২০০ জন হতে পারে বলে পূর্বাভাস দিয়েছন।

অফিস অফ ন্যাশনাল স্ট্যাটিস্টিকস দ্বারা প্রকাশিত পৃথক পৃথক পরিসংখ্যান দেখায় যে যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ১,৫৪,০০০ মানুষের মৃত্যু হয়েছে। গত বুধবার যুক্তরাজ্যে করোনায় নতুন সংক্রমিত হয়েছিলেন ৩৬,৬৬০ জন এবং মৃত্যুবরণ করেছিলেন ৫০ জন।

সর্বশেষ পরিসংখ্যান অনুসারে যুক্তরাজ্যের প্রাপ্ত বয়স্কদের প্রায় দুই-তৃতীয়াংশ কোভিড -১৯ এর প্রতিষেধক টিকার উভয় ডোজই পেয়েছেন বলে অনুমান করা হয়। গত বছরের ডিসেম্বরে টিকাদান রোলআউট শুরু হওয়ার পর থেকে যুক্তরাজ্যে মোট ৩,৫১,৫৫,৭৬৭ ডোজ টিকা প্রদান সম্পন্ন করা হয়েছে। ১৮ বছর ও তার চেয়ে উপরে যে সমস্ত মানুষকে করোনার প্রতিষেধক টিকাদান করা হয়েছে তা শতকরা হিসাবে ৬৬,৭%।

জনস্বাস্থ্য ইংল্যান্ডের মেডিকেল ডিরেক্টর ডাঃ যোভন ডয়েল করোনার সংক্রমণের বিস্তার হ্রাসে সকলকে আরও দ্রুত করোনার প্রতিষেধক টিকা দেওয়ার আহবান জানিয়েছেন। তিনি বলেন, যুক্তরাজ্যে করোনার সংক্রমণ পুনরায় দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আমরা জানতাম যে, বিধিনিষেধ শিথিলতার সাথে সাথে করোনার সংক্রমণ আবারও বৃদ্ধি পাবে ভারতীয় নতুন ডেল্টা ভ্যারিয়েন্টের জন্য। তবে করোনার প্রতিষেধক টিকাদানের ফলে মৃত্যু ও হাসপাতালে ভর্তির সংখ্য কিছুটা কম। অর্থাৎ সংক্রমণের বিস্তারের তুলনায় হাসপাতালে রোগীদের ভর্তি সে তুলনায় তত দ্রুত বাড়ছে না। তিনি আরও বলেন, আপনারা যারা এখনও করোনার প্রতিষেধক টিকা গ্রহণ করেন নি,তারা দ্রুত নিবন্ধন করুন।”বর্তমানে যুক্তরাজ্যে করোনার নিষেধাজ্ঞাগুলি এখনও যথাযথভাবে রয়েছে, সেগুলি অনুসরণ করা গুরুত্বপূর্ণ।

আগামী সোমবার ১৯ জুলাই বৃটিশ সরকারের পরিকল্পিত বিধিনিষেধ প্রত্যাহারের পর আমাদের নিজের এবং প্রিয়জনদের সুরক্ষার জন্য পদক্ষেপগুলি থাকতে পারে যেমন “বদ্ধ স্থানে একটি মুখোশ পরা, আপনি যদি উইন্ডো খোলেন ঘরের অভ্যন্তরে ঘনিষ্ঠ যোগাযোগের সাথে সাক্ষাত করা, এবং যদি আপনার লক্ষণ দেখা দেয় তবে পরীক্ষা করে নেওয়া এবং যথাসম্ভব বাড়িতেই থাকুন কেননা মহামারীটি শেষ হয়নি এবং আমাদের সবাইকে অবশ্যই সজাগ থাকতে হবে। “

আগামী সপ্তাহে, বেশিরভাগ বিধিনিষেধের অবসান হবে, তবে এক হাজার একশত বিজ্ঞানী সরকারকে ডেল্টা ভ্যারিয়েন্ট প্রাদুর্ভাবের জন্য বিধিনিষেধ প্রত্যাহার না করার অনুরোধ করেছেন বিধিনিষেধ শিথিল করার আগে মাত্র কয়েকদিন পূর্বে একদল চিকিৎসক এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরিকল্পিত পরিবর্তনের বিষয়ে তাদের উদ্বেগ উত্থাপনের জন্য চিকিত্সা জার্নাল দ্য ল্যানসেটকে লিখেছিলেন।স্বাক্ষরকারীরা বিবৃতিতে বলেছিলেন যে, পরিকল্পিত শিথিলকরণটি “লক্ষণহীনভাবে গণ সংক্রমণের তীব্র আকার ধারণ করবে এবং দীর্ঘমেয়াদী এই প্রাদুর্ভাবের বিস্তারের ফলে যুক্তরাজ্যে করোনার দৈনিক সংক্রমণ লক্ষাধিক পর্যন্ত পৌঁছাতে পারে।” বিশেষজ্ঞ দলটি বলেন,: “আমরা বিশ্বাস করি এটি বৃটিশ সরকারের একটি মারাত্মক ভুল সিদ্ধান্ত।

গতকাল বুধবার (১৪ জুলাই) যুক্তরাজ্যে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৪২,৩০২ জন এবং মৃত্যুবরণ করেছেন ৪৯ জন। যুক্তরাজ্যে এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫২,৩৩,২০৭ জন এবং মোট মৃত্যুবরণ করেছেন ১,২৮,৫৩০ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছে ৪৩,৭৪,৩১৪ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৭,৩০,৩৬৩ জন। এর মধ্যে ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আইসিইউতে আছেন ৫২২ জন।

কবির আহমেদ/ ইবিটাইমস /এম আর

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »