ঢাকা: দেশে করোনা সংক্রমণ প্রতিরোধে চীনের সিনোফার্মা ইন্টারন্যাশনাল কোম্পানি থেকে আগের চেয়েও কম দামে করোনার দেড় কোটি টিকা (ভ্যাকসিন) কেনা হচ্ছে। এ বিষয়ক একটি ক্রয় প্রস্তাব বুধবার অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি অনুমোদন করেছে।
বৈঠকশেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অনলাইন প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘চীনের সিনোফার্মা ইন্টারন্যাশনাল কোম্পানি আগের চুক্তির তুলনায় আরও কম দামে বাংলাদেশকে টিকা সরবরাহ করবে।’
মন্ত্রী বলেন, কিছু তথ্য রাষ্ট্রীয় স্বার্থে গোপন রাখা হয়। তাই বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না।
অনলাইন প্রেস ব্রিফিংয়ে মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. শামসুল আরেফিন জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় স্বাস্থ্য অধিদপ্তর সিনোফার্মা ইন্টারন্যাশনাল কোম্পানির নিকট থেকে টিকা ক্রয় করবে।
তিনি বলেন, চীনের সঙ্গে চুক্তি হয়েছিল দেড় কোটি টিকার। এর মধ্যে ২০ লাখ উপহার হিসেবে এসেছে। বাকি থাকছে ১ কোটি ৩০ লাখ। চীন পরে নতুন করে ২০ লাখ টিকা দিতে রাজি হয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এমএইচ