করোনা সন্দেহে চিকিৎসা নিতে ঢাকায় মুশফিকের বাবা-মা

ঢাকা: তারকা ক্রিকেটার মুশফিকুর রহিমের বাবা-মাসহ পরিবারের ৫ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সন্দেহে ঢাকায় পাঠানো হয়েছে। বুধবার দুপুরে তারা বগুড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

গত তিন দিন ধরে মুশফিকের বাবা মাহবুব হামিদ জ্বর, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত। স্থানীয় পপুলার ডায়াগনস্টিক সেন্টারে টিস্ক্যানের পর বুধবার দুপুরে অক্সিজেন সিলিন্ডারসহ অ্যাম্বুল্যান্সে ঢাকায় পাঠায় তাঁকে। সঙ্গে মুশফিকের মা হামিদা বেগমসহ আরও তিন জন রয়েছেন।

এদিকে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, পারিবারিক কারণে হারারে থেকে দেশে ফিরছেন মুশফিক। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না তিনি। হারারে থেকে আজই ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন বাংলাদেশ দলের অভিজ্ঞ এই ক্রিকেটার।

ঢাকা/ইবিটাইমস/আরএন

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »