অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় করোনার নতুন দৈনিক সংক্রমণ পুনরায় একশোর উপরে

অস্ট্রিয়ায় আগামীকাল বৃহস্পতিবার থেকে পুলিশ প্রশাসন কঠোরভাবে “3G” রুল নিয়ন্ত্রণ করবে

ইউরোপ ডেস্কঃ বর্তমানে সমগ্র ইউরোপ মহাদেশেই নতুন আতঙ্ক নিয়ে ছড়িয়ে পড়ছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট। গত তিন সপ্তাহ ধরে অস্ট্রিয়ায় শনাক্ত করোনা ভাইরাসের ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট ক্রমশ তার পরিধি আরও বিস্তৃত করছে। অস্ট্রিয়ার সংবাদ মাধ্যম জানিয়েছেন গত সপ্তাহে স্বাস্থ্যমন্ত্রণালয়ের হিসাবে অস্ট্রিয়ার ল্যাবরেটরি পরীক্ষায় এই পর্যন্ত অস্ট্রিয়ায় ৩১৭ জনকে এই ডেল্টা ভ্যারিয়েন্টে সংক্রমিত শনাক্ত করা হয়েছে। অস্ট্রিয়ার সংক্রমণ রোগ বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন অস্ট্রিয়ায় ভারতীয় করোনা ভাইরাসের নতুন এই ডেল্টা ভ্যারিয়েন্ট (B.1.617.2) ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে। গত চারদিন যাবৎ অস্ট্রিয়ায় করোনার  নতুন সংক্রমণ আনুপাতিক হারে বৃদ্ধি পাচ্ছে।

সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী অস্ট্রিয়ায় ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের পাশাপাশি বৃটেনের করোনার আলফা ভেরিয়েন্টেও (B.1.1.7) ৭০ জন সংক্রমিত শনাক্ত হয়েছেন। প্রায় ১৫ সপ্তাহ পূর্বে প্রথম ভারতে শনাক্ত এই ডেল্টা ভ্যারিয়েন্টটি প্রথমে ইউরোপের মধ্যে বৃটেনে বিস্তার লাভ করেছিল। ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টটি আসলে বৃটেনের আলফা ভেরিয়েন্ট ও দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট 501.V2 বা B.1.351 এর সংমিশ্রণের একটি শক্তিশালী ডাবল ভ্যারিয়েন্ট।

তাই এই ডেল্টা ভ্যারিয়েন্ট খুবই দ্রুত সংক্রমণের বিস্তার ঘটিয়ে থাকে। এটি এযাবৎ কালের আবিষ্কৃত সকল ভ্যারিয়েন্টের চেয়ে অতি দ্রুত সংক্রামক।

অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ অস্ট্রিয়ান স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন আগামীকাল বৃহস্পতিবার থেকে অস্ট্রিয়ায় কঠোর ভাবে “৩ জি” নিয়ম নিয়ন্ত্রণ করা হবে। “৩ জি” নিয়ম ভঙ্গের জরিমানা ৯০ ইউরো ধার্য করা হয়েছে।

অস্ট্রিয়ার এই “৩ জি”(3G) নিয়ম হল:

* ১ করোনার নেগেটিভ সার্টিফিকেট

* ২ করোনার টিকাদানের সনদ এবং

* ৩ করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার সনদ।

আগামীকাল থেকে অস্ট্রিয়ান পুলিশ বিভিন্ন আবাসিক হোটেল, রেস্টুরেন্ট,ফাস্ট ফুডের দোকান, চুল কাটার সেলুন এবং বিভিন্ন ধরনের জন সমাগম ও দেহ সংস্পর্শ ইভেন্ট সমূহ বা প্রতিষ্ঠানে এই “থ্রী জি” নিয়ম কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে বলে জানানো হয়েছে। কেহ এই নিয়ম ভঙ্গ করলে তাকে সাথে সাথেই €৯০ ইউরো জরিমানা করা হবে।

আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৩৩২ জন এবং মৃত্যুবরণ করেছেন ২ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১০৯ জন। অন্যান্য রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ৫১ জন, Kärnten রাজ্যে ৫০ জন, OÖ রাজ্যে ৩৯ জন, Steiermark রাজ্যে ৩২ জন, Tirol রাজ্যে ২৩ জন, Salzburg রাজ্যে ১৮ জন Vorarlberg রাজ্যে ১০ জন এবং Burgenland রাজ্যে আজ কেহ করোনায় আক্রান্ত শনাক্ত হন নি।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ দেশে করোনার প্রতিষেধক টিকাদান করা হয়েছে ৬৭,৬৮০ ডোজ এবং এই পর্যন্ত করোনার মোট প্রতিষেধক টিকাদান সম্পন্ন করা হয়েছে ৮৭,২২,৯৫৬ ডোজ। এর মধ্যে করোনার উভয় ডোজ সম্পন্ন করেছেন ৩৮ লাখ ১৩ হাজার ৯১৮ জন। যা অস্ট্রিয়ার মোট জনসংখ্যার শতকরা ৪২,৮%। এখানে উল্লেখ্য যে,জনসন এন্ড জনসনের টিকার শুধুমাত্র একডোজ এবং যারা করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন তাদের জন্য সুস্থ হওয়ার ৬ থেকে ৮ মাসপর শুধুমাত্র এক ডোজ নিলেই করোনার প্রতিষেধক টিকার প্রথম পর্ব সম্পন্ন হবে। তারপর প্রায় সাত মাস পর সকলকে করোনার আরও একটি ডোজ নিতে হবে,যাকে বুস্টার ডোজ হিসাবে আখ্যায়িত করা হয়েছে। ফাইজার ও বায়োএনটেক করোনার বুস্টার ডোজ প্রয়োগের জন্য ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে অনুমোদনের জন্য আবেদন করেছে।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,৫২,৩৫৪ জন এবং মৃত্যুবরণ করেছেন ১০,৭২৬ জন।করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৬,৩৯,১৫৪ জন। বর্তমানে অস্ট্রিয়ায় করোনার সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে ২,৪৮৪ তে উন্নীত হয়েছে। বর্তমানে অস্ট্রিয়ায় করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে আছেন ৩৩ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১১৪ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ/ইবিটাইমস

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »